রাজ্যের খবর

‘কেউ ডাকলে যাবেন না, টাকার অঙ্কে খেলা হয়েছে’, সন্দেশখালিতে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

'Don't go even if someone calls you, it's all about money', Chief Minister's clear message to Sandeshkhali

Truth Of Bengal: সন্দেশখালির সাম্প্রতিক ঘটনাবলী সরাসরি উল্লেখ না করেও মুখ্যমন্ত্রী একটি স্পষ্ট বার্তা দিলেন। তিনি বলেন, “টাকার অঙ্কে খেলা হয়েছে। মানুষকে ভুল বোঝানো হয়েছিল। কিন্তু মিথ্যা বেশি দিন চলে না।” সন্দেশখালির মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি।

সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনো রকম টাকা দেওয়ার প্রয়োজন নেই বলে বাসিন্দাদের সতর্ক করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আপনার টাকা, আপনার অধিকার। আমাদের প্রকল্পের জন্য টাকা লাগে না। কাউকে টাকা দেবেন না।”

মিলেমিশে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, “সকলে মিলেমিশে থাকবেন। দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মহিলাদের বলছি, কেউ ডাকলে চলে যাবেন না।”

সন্দেশখালির ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি নতুন পরিকল্পনার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বর্ধমানের ল্যাংচা হাবের আদলে সন্দেশখালিতে একটি সন্দেশ হাব তৈরির পরিকল্পনার কথা বলেন। সন্দেশখালির নামকরণের ইতিহাস নিয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।

Related Articles