
The Truth of Bengal: বিষক্রিয়ায় মৃত্যু হল পাঁচটি কুকুর ছানার। ঘটনায় মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়িয়েছে সিউড়ির টিনবাজার এলাকায়। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেটা স্পষ্ট নয়। ঘটনার তদন্তে সিউড়ি থানার পুলিশ। এলাকা সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরের পর থেকে এক এক করে পাঁচটি সারমেয় অসুস্থ হয়ে পড়ে।
তার কিছুক্ষণ পরেই পাঁচটি কুকুর ছানার মৃত্যু হয়। শহরের পশুপ্রেমী সংগঠনের সদস্যদের অভিযোগ কুকুরগুলিকে বিষ খাইয়ে মারা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। আগামীকাল অর্থাৎ বুধবার সারমেয়গুলির ময়নাতদন্ত করা হবে।
পাঁচ সারমেয় ছাড়াও অসুস্থ আরও দুই। তাঁদের পরিস্থিতি এখন আশঙ্কাজনক। ইতিমধ্যেই চিকিৎসা শুরু করেছে স্থানীয় পশু হাসপাতাল। অন্যদিকে পশু সংস্থার এক কর্মী জানিয়েছেন, “কুকুরছানাগুলি মৃত্যুর তদন্ত হওয়া উচিত। বাকি দু’জনের চিকিৎসা করা হচ্ছে”।
Free Access