রাজ্যের খবর

দুর্যোগে ভয় পাবেন না, পাশে রয়েছে প্রশাসন, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

Do not be afraid of disaster, the administration is on your side, assured the Chief Minister

The Truth Of Bengal : রেমাল ঘূর্ণিঝড়ের কারণে  তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে সোনারপুর পর্যন্ত পদযাত্রা বাতিল করেন।মানুষের অসুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে স্পষ্ট করে দেন তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রবিবার সোনারপুরের সভায় দুর্যোগের কথা তুলে ধরে রা্জ্যবাসীকে পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।তিনি ভরসা দেন,ঝড় বৃষ্টি হতে পারে।

ইতিমধ্যে বাইরে বৃষ্টি শুরু হয়েছে।নদীমাতৃক বাংলায় এরকম প্রতিবছরই হয়।ভয় পাবেন না কোনরকম।কোথাও কোনও সমস্যা হলে প্রশাসন পাশে থাকবে।বিদ্যুত চলে গেলে বিচলিত হবেন না। পরিষেবা স্বাভাবিক করতে প্রশাসনের কর্তারা সবসময় পাশে থাকবে।সভা থেকেই বিদ্যুত্ মন্ত্রী অরূপ বিশ্বাসকে আপত্কালীন পরিস্থিতি সামলানোর বিকল্প ব্যবস্থা করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।ভরসা দিতে মানুষের উদ্দেশ্যে বলেন,চিন্তা করবেন না আলো যাতে জ্বলে তার জন্য জেনারেটর রেডি করা আছে।অন্যদল দুর্যোগে পিছিয়ে গেলেও তৃণমূল কংগ্রেস সবসময় পাশে থাকবে বলেও কথা দেন তৃণমূল সুপ্রিমো।একমাত্র বাংলাই দুর্যোগ বা বিপদের সময় এরকম সভা করার চ্যালেঞ্জ নিতে পারে বলেও স্পষ্ট করে দেন বিজেপি বিরোধী শিবিরের নেত্রী জানিয়ে দেন।

এদিকে,মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে প্রশাসনের কর্তারা যেমন দুর্যোগ মোকাবিলায় ময়দানে নেমে পড়েছে তেমনই আবার তৃণমূল কর্মীরা উপকূলবর্তী এলাকার মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার উদ্যোগও নিয়েছে।তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরাও আমফান-ইয়াসের মতোই এই রেমাল মোকাবিলায় মানবিকতার হাত বাড়িয়ে দিতে তত্পর হয়েছেন।জানা গেছে,মুখ্যমন্ত্রী ভোট প্রচারের পাশাপাশি সামগ্রিক পরিস্থিতি মনিটরিং করতে এগিয়ে এসেছেন।তিনি অতীতের মতোই এবারও জীবনের ঝুঁকি নিয়ে বিপন্নদের রক্ষায় পাহারাদারের ভূমিকা পালন করতে উদগ্রীব। দুই ২৪পরগনা ও পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক তত্পরতাও বেড়েছে দুর্যোগ মোকাবিলায়।এই কথা তুলে ধরে তৃণমূল সুপ্রিমো বুঝিয়ে দেন,বিপদে অ্ন্যদল পাশে না দাঁড়ালেও একমাত্র তৃণমূল কংগ্রেসই ছিল,আছে,থাকবে।

Related Articles