কোপাইয়ের পাড় দখল করে নির্মাণ বন্ধের নির্দেশ জেলাশাসকের, খুশি এলাকাবাসী…
District Magistrate's order to stop construction by occupying the bank of Kopai, happy local residents.

The Truth Of Bengal: শান্তিনিকেতনের কোপাই নদীর পাড় দখল করে কংক্রিটের নির্মাণ করার কাজ বন্ধ করে দিলেন প্রশাসনের আধিকারিকরা। সেখানে কোনওরকম নির্মাণ কাজ করা যাবে না বলে নির্দেশ দিলেন জেলাশাসক। প্রশাসনের কড়া পদক্ষেপে খুশি এলাকার লোকজন।
শান্তিনিকেতন সংলগ্ন কোপাই নদীর অংশ দখল করে তৈরি হচ্ছে একের পর এক অবৈধ নির্মাণ। পাঁচিল অথবা পিলার দিয়ে জায়গা ঘিরে তৈরি হচ্ছে সেই নির্মাণ। গ্রামবাসীর বক্তব্য, কোপাই নদীর চর দখল করে নির্মাণের প্রবণতা বেড়েই চলেছে। এবার কোপাই নদীর পাড় দখল করে কংক্রিটের নির্মাণ করার কাজ বন্ধ করে দিলেন প্রশাসনের আধিকারিকরা। কোপাইয়ের পাড়ে একটি বেসরকারি আবাসন সংস্থার তরফে নির্মাণ কাজ শুরু করা হয়েছে। কোপাই নদীকে বাঁচাতে শান্তিনিকেতনের আশ্রমিক, প্রাক্তনী, নদী বিশেষজ্ঞ সহ পরিবেশবিদরা খোয়াই বাঁচাও কমিটি নাম দিয়ে আন্দোলনে বসেন। মঙ্গলবার বিতর্কিত সেই নির্মাণস্থল পরিদর্শন করতে আসেন বীরভূম জেলাশাসক। সবকিছু খতিয়ে দেখার পর সেখানে কোনওরকম নির্মাণ কাজ করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের কড়া পদক্ষেপে খুশি এলাকার লোকজন।
কবিগুরুর স্মৃতিবিজড়িত বোলপুরের ওপর দিয়ে বয়ে গিয়েছে কোপাই নদী। কবিগুরুর লেখায় বারবার উঠে এসেছে এই নদীর কথা। বিখ্যাত সেই কোপাই নদী দখল করে নির্মাণের অভিযোগ ওঠায় ক্ষোভ ছড়ায়। ইতিমধ্যেই গর্ত খুঁড়ে ৩৮টি পিলার তৈরি করে ফেলা হয়েছে। এলাকার মানুষ সমবেত হয়ে প্রতিবাদ শুরু করে। তারপর জেলা প্রশাসনের শীর্ষমহল থেকে কড়া পদক্ষেপ করা হয়। জেলা প্রশাসনের এমন ভূমিকায় খুশি খোয়াই বাঁচাও আন্দোলনের যুক্ত ব্যক্তিরা।
Free Access