
The Truth of Bengal: বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। বছরভর সবাই প্রতীক্ষায় থাকে সেই উৎসবের। দেখতে দেখতে এসেই গেল দুর্গোৎসব। দিকে দিকে ফুটে ওঠা কাশফুল জানান দিচ্ছে পুজো আসতে আর আর মাত্র কয়েকটা দিন। সেজে উঠছে বিভিন্ন ধরনের থিমের মণ্ডপ। নিজেদের শিল্পকর্ম ফুটিয়ে তুলতে ব্যস্ত থিম মেকাররা। অনেক মণ্ডপে কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। অনেক শিল্পী আবার তাঁদের স্টুডিয়োতে তৈরি করছেন থিমের উপকরণ ও প্রতিমা। তেমনই এক শিল্পী নিজের বাড়িতে বানাচ্ছেন কাগজের প্রতিমা।
বহরমপুরের সৈদাবাদের শিল্পী রাজেশ দাস সেই প্রতিমা তৈরিতে মগ্ন। এমন প্রতিমা তৈরি তাঁর কাছে চ্যালেঞ্জ। অত্যন্ত যত্নের সঙ্গে কাজ করে সেই চ্যালেঞ্জ উতরে যেতে চান তিনি। বহরমপুরের শিল্পী রাজেশ দাসের কথায়, কেবলমাত্র কার্টিজ পেপার, প্যাস্টেল পেপার এবং আঠার ব্যবহারে তৈরি করছেন সপরিবারে দুর্গা ও অসুর। ১২ ফুট উচ্চতা এবং ১৮ ফুট দৈর্ঘ্য হচ্ছে এই প্রতিমার। আড়াই মাস ধরে চলছে কাজ। দুর্গার প্রতিকৃতি সহ সাজসজ্জা- সবকিছুই তৈরি হচ্ছে এই দুই প্রকার কাগজ দিয়ে। তৈরি হয়ে গেলে এই প্রতিমা প্রতিমা পাড়ি দেবে মুর্শিদাবাদের কান্দির একটি মণ্ডপে।
আধুনিক জগতে প্রতিটি বিষয়ে অভিনবত্বের ছোঁয়া থাকে। দুর্গাপুজো মানেই বিভিন্ন মণ্ডপে দেখা যাবে বিভিন্ন রকমের থিম। পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে তৈরি হয় মণ্ডপ। আজকাল আবার মাটির বদলে ভিন্ন ধরনের সামগ্রী দিয়ে প্রতিমাও তৈরি হচ্ছে। বহরমপুরের সৈদাবাদের শিল্পী রাজেশ দাস সেই চেষ্টাই করলেন। তাঁর তৈরি এই কাগজের দুর্গা ঘরে সংরক্ষণ করা যাবে। শিল্পীর এই অভিনব চিন্তাধারাকে এবং প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছে জেলাবাসী।