রাজ্যের খবর

আরজি কর কান্ডে দিলীপ ঘোষের কড়া প্রতিক্রিয়া

Dilip Ghosh's strong reaction to the RG Kar case

Truth Of Bengal: আরজি কর হাসপাতালের পড়ুয়া চিকিৎসক নির্যাতন ও হত্যা কাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি। এর প্রতিবাদে পথে নেমেছেন চিকিৎসক সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ। বাদ যাননি শাসক-বিরোধী দলের নেতা নেত্রীরাও। শামিল হয়েছেন সেলেব্রিটি থেকে বুদ্ধিজীবীরাও। এবার আরজি কর নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুললেন দিলীপ ঘোষ।

তিনি বলেন, আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যে অন্যায়ের বিরুদ্ধে জাস্টিস চাওয়া টাকে অপরাধ বলে মনে করা হচ্ছে। যে হাসপাতালে সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, যেখানে ডাক্তাররা সুরক্ষিত নয় সেই হাসপাতালের প্রতি সাধারণ মানুষ কিভাবে আস্থা রাখবে? এই সমস্যা সমাধানের জন্য হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ।

রাজ্য সরকারকে আক্রমন করে তিনি আরও বলেন, সরকার জিতে গেছে বলে যা ইচ্ছে করবে এটা হতে পারে না, এই সরকারকে যতক্ষণ না বিদায় করা হবে এই ধরণের ঘটনা চলতে থাকবে। কিছু বললেই পুলিশের ভয় দেখানো হচ্ছে। এই সরকার যতদিন থাকবে ততদিন আন্দোলন করতে হবে বলে মত প্রকাশ করেন তিনি।

মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে দিলীপ ঘোষ বলেন, কি এমন বাধ্যবাধকতা আছে যার জন্য তিনি আরজি কর হাসপাতালের প্রিন্সিপালকে বাঁচাচ্ছেন? পুলিশ কমিশনারকে বাঁচাচ্ছেন? তিনি বলেন, গ্রামে গঞ্জেও এসসি এসটি মহিলাদের সঙ্গেও এই রকম হয় কিন্তু সেটার খবর হয় না। এই সরকারকে যতদিন না বিদায় করা হবে এই ধরণের ঘটনা চলতেই থাকবে। উনি যতদিন থাকবেন উনি চাইবেন না এর সমাধান হোক। সাধারণ মানুষের সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রের ওপর ভরসা রাখা উচিৎ।

Related Articles