দিলীপের রোড শো আটকাল কমিশন, নির্বাচন কমিশনের অফিসারদের সঙ্গে বচসার জের
Dilip's road show was stopped by the Commission, due to an altercation with Election Commission officials

The Truth of Bengal: বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কর্মী সমর্থকরা প্রচার চালাচ্ছেন জোরকদমে। গাড়ি নিয়ে লোকসভা এলাকার বিভিন্ন জায়গায় প্রচারে নেমেছেন তারা। রায়ান অঞ্চলে এরকমই একটি প্রচার চলছিল শুক্রবার। রোড শো তে অংশ নিয়ে ছিলেন দিলীপ ঘোষ। তবে নির্বাচন কমিশনের বিধি না মানায় এবং অন্য রূটে যেতে চাওয়ায় তা আটকে দেয় কমিশনের প্রতিনিধিরা। এই নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা একপ্রকার রুখে যান কমিশনের অফিসারের দিকে। ব্যাপক বচোসা বেধে যাই কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপির এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিতে হয় বিজেপি কর্মীদের।
কমিশনের বিধি ভাঙলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেন কমিশনের প্রতিনিধিরা। পরে বাধ্য হয়ে মিছিল ঘুরিয়ে নিয়ে যায় বিজেপি। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়েছিল। বিজয়ী হয়েছিলেন এস এস আলুওয়ালিয়া। এবার প্রার্থী বদল করেছে তারা। প্রার্থী হয়েছেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। তার বিভিন্ন বক্তব্য রোজই বিতর্কের শিরোনামে এসেছে। এবার তার প্রচার গাড়ি পড়ল কমিশনের মুখে। রুখে দিল কমিশনের অফিসাররা। আর তা নিয়ে বাধল গন্ডগোল।