রাজ্যের খবর
কুলপির তারাচাঁদপুরে কাঠের সেতুর বেহাল দশা, সংস্কারের আশ্বাস প্রশাসনের
Dilapidated condition of wooden bridge in Tarachandpur of Kulpi, administration assured to repair it

The Truth of Bengal: কুলপির তারাচাঁদপুরের ঝিংড়া খালের উপর রয়েছে এই কাঠের সেতু। ৩বছর ধরে বেহাল হয়ে পড়েছে এই পারপারের সেতু। ভগ্নদশার জন্য জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় পড়ুয়া থেকে রোগী,প্রবীণ মানুষ থেকে শ্রমিক সবাইকেই। যাঁরা এই কাঠের সেতু দিয়ে যান তাঁদের আশঙ্কা কাজ করে।যারজন্য সমস্যায় পড়তে হয় সবাইকে। বিশেষ করে যাঁরা ঝিংড়া খালের উপর দিয়ে কাঠের ব্রিজ ব্যবহার করে বাবুর মহল গ্রাম পঞ্চায়েত ও কেওড়াতলা গ্রাম পঞ্চায়েতে যান তাঁরা ভয়ে থাকেন,কখন যে কী হয়।
১২০ ফুটের দীর্ঘ এই কাঠের সেতু দিয়ে যেতে গিয়ে পড়ুয়ারা বারবার বিপদের মুখ থেকে ফিরে এসেছে।সাধারণ মানুষের ভোগান্তিতে বাড়ছে ক্ষোভ,অসন্তোষ। বিজেপি এই ঘটনাকে সমালোচনার ইস্যু করতে চাইছে।
- কুলপিতে ৬টি সেতু বেহাল হয়ে পড়েছে
- ৪টি সেতু সংস্কারের কাজ শুরু হয়েছে
- বাকি ২টি সেতুর কাজ শুরু করা হবে
- সারানো হবে ঝিংড়া খালের উপরের এই সেতু
জেলা প্রশাসনের সবুজ সংকেত পেলেই সেতুবন্ধন হবে।এখন সেই আশাতেই দিন গুণছেন কুলপির বাসিন্দারা।