রাজ্যের খবর

Digha Tourism: পুজোর আগেই নিউ দিঘায় তৈরি হবে দৃষ্টিনন্দন পার্ক, জানুন বিস্তারিত

New Digha

পুজোর আগেই নিউ দিঘায় তৈরি করা হবে দৃষ্টিনন্দন পার্ক। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে একথা জানিয়েছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। সমুদ্রতটের পরিকাঠামোরও ব্যাপক উন্নতি হচ্ছে,বলে পর্যটকদের  উদ্দেশ্যে জানান। সামগ্রিক সৌন্দর্যায়নের কাজে প্রশাসনের যুদ্ধকালীন তত্পরতা ভ্রমণপিপাসুদের চোখের খিদে মেটাবে বলে আশা অনেকের।

উইকএন্ডে কম বাজেটে ঘোরার জায়গা হল দিঘা। পর্যটকরা এই সমুদ্র সৈকত বেষ্টিত এলাকাকে বলেন,ঘরের পাশের মালদ্বীপ। প্রেম থেকে অভিসার, মধুচন্দ্রিমা থেকে তীর্থ,সব এখন এক জায়গায় করা যাবে।সেভাবেই প্রশাসন সাজিয়ে তুলছে পূর্ব মেদিনীপুরের এই সৈকতনগরীকে। কিভাবে পর্যটকদের কাছে এই দিঘা পছন্দের তালিকায় উঠে আসে তারজন্য পরিকাঠামোর ব্যাপক উন্নতি করছে প্রশাসন। গত এক বছরে দিঘা পর্যটনে জোয়ার এসেছে। সমুদ্র-রাণীর সৌন্দর্যের জোয়ারে গা ভাসাতে সৈকত নগরীতে বহুগুণ বেড়েছে পর্যটক সংখ্যা। কয়েক বছরে দিঘায় শুরু হয়েছে একের পর এক পরিষেবা। পর্যটকদের আকর্ষণের কথা মাথায় রেখে চালু হয়েছে- ১) ২৯ কিলোমিটার মেরিন ড্রাইভ  প্রকল্পে ব্যয় হয় ৪৫৬ কোটি টাকা, ২) পুরীর ধাঁচে দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ ধাম মন্দির, ৩) জগন্নাথ মন্দিরের জন্য বরাদ্দ হয়েছে ১৪৩ কোটি টাকা, ৪) প্রায় ৮কোটি টাকা খরচ করে বিশ্ববাংলা উদ্যান নির্মাণ।

এবার ওল্ড দিঘার মতোই নিউদিঘাতেও তৈরি হচ্ছে পার্ক।উৎসব, ছুটির মরশুম ও লম্বা উইকএন্ড দিঘায় গেল এখন আপনার মন ভরে যাবে। ভোর-সাগরের বিচ থেকে ঢেউসাগরের বিচ সর্বত্র নজরকাড়া পরিকাঠামো তৈরির কাজ যুদ্ধকালীন তত্পরতায় চলছে।

 পর্যটকদের দিঘামুখী করতে মুখ্যমন্ত্রীর উদ্যোগ
পুরীর আদলে দিঘাতেও জগন্নাথ মন্দির তৈরির কথা   ঘোষণা করেছিলেন।     ২০২৪ সালের মধ্যে সেই মন্দিরের কাজ সম্পূর্ণ হবে বলে জানা গিয়েছে।   মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন, আগামী বছর সব ঠিক থাকলে পুরীর মতো দিঘাতেও হবে রথ যাত্রা।এখন সৈকতশহরে হচ্ছে কফি হাউস।  কফি হাউসে বসে ধোঁয়া ওঠা  কফির কাপে চুমুক দিতে দিতে সমুদ্রের রূপ উপভোগ করা যাবে।  কলকাতার কফি হাউসের ধাঁচে দিঘাতেও তৈরি হচ্ছে কফি হাউস।সবদিক থেকে দিঘা এখন পর্যটকদের মন ভালো করার প্রিয় স্পট হয়ে উঠেছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related Articles