শিবরাত্রি উপলক্ষে দীঘা, রামনগর কাঁথি সহ জেলায় জেলায় ভক্তদের ঢল
Devotees throng Digha, Ramnagar Kanthi and other districts on the occasion of Shivaratri

Truth Of Bengal: পঞ্জিকা মতে, কৃষ্ণ চতুর্দশীতে হয় শিবরাত্রি। এই উপলক্ষে বিশেষ পুজার্চনা হয় বিভিন্ন শিব মন্দিরে। শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে মন্দির চত্বর। বেলা যত বেড়েছিল ভিড় তত বৃদ্ধি পায় বলেই মনে করছে মন্দির কর্তৃপক্ষ৷ মহা শিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দুধর্মীয় উৎসব। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রি পালিত হচ্ছে। সনাতন ধর্ম মতে সমস্ত মনস্কামনা পূরণ ও মোক্ষ লাভের উৎসব এটি।
এই তিথিতে চার প্রহরের পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। উল্লেখ্য, এই তিথিতেই শিব ও পার্বতীর বিবাহ হয়। অর্থাৎ, শিব বৈরাগ্য ত্যাগ করে গৃহস্থ জীবনে প্রবেশ করেন। এর পাশাপাশি প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতেই প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকট হয়। তাই শিব ভক্তদের জন্য মহাশিবরাত্রি তিথি অত্যন্ত বিশেষ। এই তিথিতে চার প্রহরের পুজোর নির্দিষ্ট মাহাত্ম্য ও ফলাফল রয়েছে।