রাজ্যের খবর

কাকদ্বীপে পণ্যবাহী জাহাজে বিধ্বংসী আগুন

Fire on ship

The Truth of Bengal: দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে লট নম্বর আটে এসপি অফিসের পেছনে মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী জাহাজে বিধ্বংসী আগুন লেগেছে। আজ, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে জাহাজের ইঞ্জিন। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল।

দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।ঘটনাস্থলে হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ বাহিনীও উপস্থিত হয়। তারা নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে। পণ্যবাহী এই জাহাজটির আন্ডার গ্রাউন্ডে প্রচুর তেল রয়েছে।

আগুনের তীব্রতা এতটাই ছিল যে, জাহাজের তেল ট্যাঙ্ক পর্যন্ত আগুন ছড়িয়ে পড়তে পারতো। তবে দমকলকর্মীদের দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।দমকল সূত্রে জানা গেছে, আগুন নেভাতে ১০টি দমকলের গাড়ি এবং ৫০ জন দমকলকর্মী কাজ করেছেন। আগুন নেভানোর পরও জাহাজটিতে ধোঁয়া দেখা যাচ্ছিল। তাই জাহাজটিকে সরিয়ে নিতে হবে।

Related Articles