রাজ্যের খবর

ফলতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

Devastating fire in the aftermath, damage estimated at several lakhs of taka

Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনার ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে রবিবার গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেক্টর ২ এলাকার প্লাটন নামে একটি রাসায়নিক কারখানার গুদামে এই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকায় প্রবল আতঙ্কের সৃষ্টি হয়।

প্রথমে ফলতা থেকে দমকলের দুটি ইঞ্জিন আসে, তবে আগুনের ভয়াবহতা বুঝে পরে বেহালা থেকে আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনের লেলিহান শিখা এতটাই বড় ছিল যে বহু দূর থেকে তা দেখা যায়, আর গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।

অগ্নিকাণ্ড যাতে আশপাশের এলাকায় না ছড়িয়ে পড়ে, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়। কারখানায় থাকা কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। বড় বিপর্যয় এড়াতে ফলতা বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

নিজস্ব চিত্র

দমকলের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুন লাগল, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। যেহেতু গুদামে রাসায়নিক দ্রব্য মজুত ছিল, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কোনো হতাহতের খবর নেই।

Related Articles