রাজ্যের খবর

রেস্তোরাঁয় বিধ্বংসী আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল

Devastating fire in restaurant, fire brigade under control

The Truth Of Bengal : দেবব্রত বাগ – ঝাড়গ্রাম : ফের ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ২টি মোটর বাইক। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্কের ভেতরে থাকা একটি রেস্তোরাঁয়।

সুত্রের খবর, শনিবার দুপুরে ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্কের ভেতরে থাকা একটি রেস্তোরায় ভিতরে হঠাৎই ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনায় ভূস্থীভূত হয়ে যায় রেস্তোরার কর্মীদের ২টি বাইক। স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার দুপুরে হঠাৎই  রেস্তোরাঁয় কাজ করা কর্মীদের রুমে ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে দেখতে পান কর্মীরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় ঝাড়গ্রাম দমকল বিভাগকে।

ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা। দমকল বিভাগের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা ঝাড়গ্রাম শহরে। এই অগ্নিকাণ্ডের ফলে কর্মীদের ঘরের ভেতরে থাকা দুটি বাইক ভস্মীভূত হয়ে যায়। তবে ঠিক কি কারণে হটাৎ এই আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে দমকল বিভাগের কর্মীরা তদন্ত করছেন ঠিক কি কারণে আগুন লেগেছে।

Related Articles