রাজ্যের খবর

ডানকুনিতে ওষুধের গোডাউনে বিধ্বংসী আগুন, দাউ দাউ করে জ্বলছে গুদাম

Devastating fire at medicine godown in Dankuni, the warehouse is on fire

The Truth Of Bengal : ডানকুনিতে ওষুধের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে উপস্থিত দমকলের ১০টি ইঞ্জিন। দমকলের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যায় কয়েক লক্ষ টাকার ওষুধ। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

সুত্রের খবর, বুধবার ডানকুনিতে একটি ওষুধের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এরপর স্থানীয়রা তা দেখা মাত্রই প্রথমে নিজেরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পরও আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম না হলে অবশেষে দমকলে খবর দেয়। খবর পেয়ে কিছুক্ষনের মধ্যেই দমকলের ৭ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। কিন্তু তারাও বিফল হলে ফের দমকলের ৩ টি ইঞ্জিন আসে। তবে আগুনের লেলিহান এতটাই তীব্র ছিল যে কিছুক্ষনের মধ্যেই তা সর্বস্ব গ্রাস করে ফেলে। আগুনে পুড়ে যায় কয়েক লক্ষ টাকার ওষুধ। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় দমকলের বাহিনী।

ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

 

Related Articles