রাজ্যের খবর

অনেক প্রতিশ্রুতি দিয়েও কিছু হয়নি, কেন্দ্রের ওপর ক্ষোভ তাঁতশিল্পীদের

Despite many promises, nothing has happened, the weavers are angry with the Centre

The Truth of Bengal: আগেরবার তাঁত শিল্পের জন্য অনেক উন্নয়নের কথা শুনিয়েছিলেন। কিন্তু, নদিয়ার শান্তিপুরের তাঁতশিল্প যেখানে ছিল, সেখানেই রয়ে গিয়েছে। যা কিছু উন্নয়ন হয়ে তা রাজ্য সরকারের হাত ধরে হয়েছে। রানাঘাটের এবারের বিজেপি প্রার্থী যিনি আগেরবার এখান থেকে জিতেছিলেন, তিনি তাঁতশিল্পের জন্য কিছুই করেননি বলে শাসক শিবির ও তাঁতশিল্পীদের দাবি। শান্তিপুর এবং ফুলিয়ায় হাজার হাজার তাঁতি এই তাঁত শিল্পের ওপর নির্ভর করেন। তাঁরা এই শিল্পের উন্নতির জন্য অনেক আশা নিয়ে প্রার্থীদের ভোট দিয়ে থাকেন। কিন্তু ভোটে জেতার পর আর কেউ তাদের কথা ভাবেন না বলে দাবি। এই বছর তারা কী ভাবছেন, কাকে সমর্থন করবেন। বিজেপি নাকি তৃণমূল কার ওপর তাঁরা আস্থা রাখবেন যা নিয়ে নানা আলোচনা তাঁত মহল্লায়।

তাঁত শিল্পীরা কিছু না করার কথা বললেও গত পাঁচ বছরের বিদায়ী সাংসদ তথা এবারের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের দাবি, তিনি তাঁত সিল্পের জন্য অনেক কিছু করেছেন। কেন্দ্রে সঙ্গে কথা বলে ৬৫ লক্ষ টাকা খরচ করে ফুলিয়াতে একটি হাব তৈরি হয়েছে। কাজ সম্পূর্ণ হলেও রাজ্য সরকারের জন্য এখনও উদ্বোধন করা সম্ভব হয়নি। তাঁর আরও দাবি, তাঁত শিল্পীদের জন্য যে সব কেন্দ্রীয় প্রকল্প রয়েছে, সেই প্রকল্প বাধা পাচ্ছে স্থানীয় প্রশাসনের জন্য।

বিজেপি সাংসদদের কথা মানতে নারাজ তৃণমূলের শান্তিপুর পুরসভার পুরপ্রধান সুব্রত ঘোষ। তিনি জানান, গত পাঁচ বছর এই রানাঘাট লোকসভা কেন্দ্রের মানুষ বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে কাজ করার সুযোগ দিয়েছিলেন। কিন্তু আদতে তিনি কোনও কাজ করেননি। তাঁত শিল্পীদের কথা তো দূরে থাক সাধারণ মানুষদের কথাও তিনি ভাবেননি। সম্পূর্ণ ভাঁওতা দেওয়া হয়েছে।আগের লোকসভা নির্বাচনে তাঁতশিল্পীরা বিজেপির ওপর আস্থা রেখেছিলেন। কিন্তু, তাঁরা কিছু পাননি বলে দাবি। এবার ভোটের আগে উঠে আসছে সেই বঞ্চনার কথা। এমন চলতে থাকলে কোথায় যাবে তাতশিল্প? প্রশ্ন এই পেশার সঙ্গে যুক্তদের।

Related Articles