রাজ্যের খবর

ডেবরায় গৃহবধূর শ্লীলতাহানি! আটক জওয়ান

Debra housewife molestation! Arrested soldier

The Truth Of Bengal : নিজস্ব সংবাদাতা, পশ্চিম মেদিনীপুর :- ডেবরায় লোধা গৃহবধূর শ্লীলতাহানি! আটক জওয়ান। লোধা সম্পদায়ের গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সুত্রের খবর ইতিমধ্যে ওই জওয়ানকে আটক করে অস্ত্র কেড়ে নিলো হাইকমান্ড।

ওই গৃহবধূর অভিযোগ জল খাওয়ার নাম করে ওই গৃহবধূর বাড়ীতে যায় ওই জাওয়ান। তারপর জল খাওয়ার পর ওই গৃহবধূর বুকের মধ্যে জলের বোতল ভরে দেয়। তার পরেই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে যায়। পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ এসে জওয়ানকে আটক করে, ওনাদের হাই কমান্ডের হাতে তুলে দেয়। তারপর ওই জওয়ানের কাছ থেকে সার্ভসের অস্ত্র কেড়ে নেওয়া হয় বলে সূত্রের খবর।

Related Articles