ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বাংলার এক যুবকের
Death due to electrocution

The Truth of Bengal: সংসারের হাল ধরতে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বাংলার এক যুবকের। স্থানীয় সূত্রে জানা যায়, একমাস আগে সংসারের হাল ধরতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল দেউলার সরাচি এলাকার বছর 17 যুবক রোহিত গাজী। রোহিত পড়াশোনায় বরাবরই মেধাবী ছিল।
কিন্তু সংসারের হাল ধরতে উড়িষ্যার ভুবনেশ্বরে বুক বান্ডিং এর কাজে যায় রোহিত। শুক্রবার রাতে কাজ শেষ করার পর ইলেকট্রিক তারে জামা শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে কিছু হয় তার। এই খবর এলাকায় পৌঁছানোর পর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। এ বিষয় রোহিতদের বাবা রমজান গাজী বলেন, ছেলে বরাবরই মেধাবী ছিল কিন্তু আমাদেরকে না বলে সংসারের হাল ধরার জন্য ১০-১২ জন বন্ধু মিলে উড়িষ্যাতে কাজে যায়।
এরপর সব কিছু ঠিক ছিল কিন্তু গতকালকের দুর্ঘটনার খবর বাড়িতে আসে। আমার সব শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে।কিভাবে হলো এই দুর্ঘটনা ঘটলো বুঝে উঠতে পারছিনা। আমার দুই ছেলের মধ্যে এক ছেলে মারা গেল। আমার মাথায় আকাশ ভেঙ্গে পরল। পরিবার দিশা হারা হয়ে গেল।