রাজ্যের খবর

রেল লাইনের ধার থেকে উদ্ধার মা ও মেয়ের মৃতদেহ, তদন্তে পুলিশ 

Dead body recovered of the railway line

The Truth of Bengal: মালদায় মা ও মেয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন কৃষ্ণপল্লী এলাকার রেল লাইনের ধার থেকে এই মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

মৃতদেহ দুটির মধ্যে একজন নারী এবং একজন কিশোরী। মৃত নারীর বয়স আনুমানিক ৪০ বছর এবং মৃত কিশোরীর বয়স আনুমানিক ১৫ বছর। মৃতদেহ দুটির নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ দুটির ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছেন।

Related Articles