রাজ্যের খবর

কালনায় পুকুরের মধ্যে উদ্ধার হাত মুখ বাঁধা এক ছাত্রীর মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়

Dead body of a female student was recovered from a pond in Kalna, Chanchalya area

The Truth Of Bengal : হাত বাধা, মুখে ওড়না গোজা এক ছাত্রীর জলে ডোবা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে কালনার ধর্মডাঙ্গা এলাকায় একটি পুকুরের মধ্যে থেকে।

সূত্রের খবর, ক্লাস নাইনের ছাত্রী নার্গিস খাতুনের মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের পরিবার পরিজনদের দাবি শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। জানা গিয়েছে নান্দাই পঞ্চায়েতের দুপসা এলাকার বাসিন্দা নার্গিস, খরিনান হাই স্কুলে ক্লাস নাইনের ছাত্রী ছিল। গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরোনোর পর থেকেই নিখোঁজ ছিল সে। আর মৃতের পরিবার-পরিজনেরা পুলিশের কাছে একটি নিখোঁজ ডায়েরিও করে থানায়।

মৃতের পরিবার-পরিজনেরা জানিয়েছেন, তাদের বাড়ির মেয়ের সাথে একটি ছেলের প্রনয় ঘটিত সম্পর্ক ছিল। সেই তাকে ফোন করে ডেকে, হাত বেঁধে, মুখে ওড়না ঢুকিয়ে শ্বাসরোধ ধরে খুন করেছে। ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ।

Related Articles