রাজ্যের খবর

অন্ধকার ঘুচবে দিল্লী রোড এর, চন্দননগর পুলিশের উদ্যোগে বসানো হবে পথবাতি

Darkness will fall on Delhi Road, Chandannagar Police will install street lights

The Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী : দিল্লী রোড এখন ফোর লেনের ১৩ নং রাজ্য সড়ক। হুগলি, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এমনকি বীরভূমেরও বহু গাড়ি দিল্লী রোড ধরে কলকাতা যাতায়াত করে। মগড়া থেকে ডানকুনি এই রাস্তার কোথাও পথবাতি ছিল না। দোকান পাটের আলো নয়ত গাড়ির আলো দু একটা পয়েন্টে হাইমাস্টই অন্ধকারে ভরসা।

এবার চন্দননগর পুলিশের উদ্যোগে দিল্লী রোডের কিছুটা এলাকায় অন্ধকার দূর হল। আজ সন্ধায় শ্রীরামপুরের পিয়ারাপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। উপস্থিত ছিলেন ডিসি শ্রীরামপুর অর্নব বিশ্বাস, এডিসিপি ট্রাফিক দেবাশিষ সরকার, এসিপি(ট্রাফিক ২), শুভঙ্কর বিশ্বাস। অনুষ্ঠানে ট্রাফিক ইন্সপেক্টরদের হাতে ট্রাফিক কিট তুলে দেন সিপি।

পুলিশ কমিশনার বলেন,দিল্লী রোড খুবই গুরুত্বপূর্ন রাস্তা।প্রচুর যানবাহন চলাচল করে।দিল্লী রোডের পাশে অনেক গ্রাম আছে।রাস্তা পেরোনোর সময় দূর্ঘটনার আশঙ্কা থাকে। দিল্লী রোডে সেই ভাবে কোনো আলোর ব্যবস্থা না থাকায়। পিয়ারাপুর বেলু মোর থেকে শ্রীরামপুর টোল পর্যন্ত প্রায় দের কিমি রাস্তায় আলো লাগানো হয়।এর ফলে দূর্ঘটনার আশঙ্কা কমবে।স্থানীয় কারখানাগুলো সিএসআর এর মাধ্যমে সাহায্য করেছে। দিল্লী রোডে টোটো চলাচল যেখানে সেখানে পার্কিং এর দিকে নজর দেওয়া হবে,রাস্তার যেখানে লোকজন পারাপার করে সেখানে বেশি করে ট্রাফিক থাকবে।

Related Articles