রাজ্যের খবর

আসানসোলে শ্রীপল্লীর এক বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকা, সোনা-রূপার গয়না

Daredevil burglary at a house in Asansol Sripalli, lakhs of rupees, gold and silver jewelery lost

The Truth Of Bengal : পশ্চিম বর্ধমান : আসানসোল : উজ্জ্বল দাশগুপ্ত : শুক্রবার সকালে আসানসোল দক্ষিণ থানার দক্ষিণ ফাঁড়ির অন্তর্গত শ্রীপল্লী এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়ির মালিক ঝুমা চ্যাটার্জির অভিযোগ তার বাড়িতে বিগত ৯ মাস ধরে একটি ভাড়াটিয়া পরিবার থাকেন। বৃহস্পতিবার রাতে তার ভাড়াটিয়ার রুমে চুরির ঘটনা ঘটেছে । রাতে বাড়িতে ছিলেন ওই ভাড়াটিয়া পরিবার, তবে ওনারা কিছুই বুঝতে পারেননি। সকালে ঘুম থেকে উঠে দেখেন বাড়িতে আসবাব পত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এটিএম কার্ড সহ নগদ সাত হাজার টাকা ও প্রায় চার লাখ টাকার গহনা সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোরেরা।

বাড়ির ভাড়াটিয়া কুমার বিবেকানন্দ বলেন তিনি রাত্রি সাড়ে বারোটা নাগাদ ঘুমিয়ে যান সকালে উঠে দেখেন তার এটিএম ও পার্সে থাকা নগদ টাকা এবং অলংকার সামগ্রী সহ কয়েক লাখ টাকার জিনিস চুরি গেছে। ঘটনার খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়িতে। এরপর পুলিশ ওই বাড়িতে গিয়ে ঘটনার সরজমিন করে আসে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, চোরেরা গ‍্যাস কাটার দিয়ে জানালা কেটে বাড়িতে প্রবেশ করে ও ঘুমন্ত পরিবারটির দিকে কোনো ঘুমের স্প্রে ছড়িয়ে দেয়। বাড়ির মালকিন ঝুমা চ্যাটার্জি জানিয়েছেন পুলিশ এসেছিল পুরো বিষয়টি দেখে গেছে। বিগত কয়েকদিন আগেও প্রতিবেশীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন ঝুমা চ্যাটার্জী। এলাকায় বারবার এই ধরণের চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Related Articles