দুষ্কৃতী দৌরাত্ম্য থেকে বাঁচতে গিয়ে প্রাণ দিলেন নৃত্যশিল্পী!
Dancer sacrificed his life to escape from violent crime!

Truth Of Bengal: গয়ায় একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়। রবিবার রাতে পানাগড়ের কাছে জাতীয় সড়কে সেই গাড়িটিকে পিছু ধাওয়া করে ইভটিজাররা। মত্ত যুবকদের অশালীন আচরণ থেকে বাঁচতে দ্রুত গাড়ি নিয়ে পালাবার চেষ্টা করেন তরুণী। কিন্তু গাড়ি উল্টে যাওয়ায় বিপদ হয়। মৃত্যু হয় চন্দননগরের বছর ছাব্বিশের নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। চোট পান আরও ৪ যাত্রী। ঘটনায় জাতীয় সড়কের নিরাপত্তা নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।
শনিবার রাত ১০টা নাগাদ, চন্দননগর থেকে গাড়ি নিয়ে গয়া যাচ্ছিলেন চন্দনগরের সুতন্দ্র চট্টোপাধ্যায়।একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল সেই টিম। গাড়িতে তরুণী ছাড়াও ছিলেন আরও ৪ জন। রাতে বুদবুদ এলাকায় একটি পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য তাঁদের গাড়িটি দাঁড়ায়। এরপর কয়েকজন মদ্যপ যুবক জাতীয় সড়কে নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িটি ধাওয়া করে। কটূক্তিও অশালীন আচরণও করে ইভটিজাররা।
তাঁদের গাড়ির পিছু ধাওয়াও করে। মত্ত যুবকদের হাত থেকে বাঁচতে দ্রুত গাড়ি চালানোর চেষ্টা করেন তাঁরা। তার পরেই ভুল পথে ঢুকে পড়ে নিয়ন্ত্রণ হারায় সুতন্দ্রদের গাড়িটি। পানাগড়ে গাড়ি উল্টে মৃত্যু হয় চন্দননগরের বছর ছাব্বিশের তরুণীর। চোট পেয়েছেন ওই গাড়িতে থাকা বাকি চার জনও। তবে তাঁদের আঘাত তেমন গুরুতর নয়।প্রশ্ন উঠেছে জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে। কেন রাতে জাতীয় সড়কে নজরদারি থাকে না? দুষ্কৃতীদের দৌরাত্ম্য নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন গাড়ি চালক থেকে গাড়ির যাত্রীরা। তাঁরা পুলিশি টহলদারি বাড়ানোর জন্য দাবি করছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ। দু’টি গাড়িকেই আটক করা হয়। তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মত্ত যুবকদের গাড়িটিকে আটক করা হলেও অভিযুক্তেরা পলাতক। তাঁদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্তারা বলেন, “আমরা গাড়িটি উদ্ধার করেছি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।”