রাজ্যের খবর

“দানা” বাঁধছে দানা, মাঠের ফসল নিয়ে চিন্তায় চাষিরা

"Dana" is binding the grain, the farmers are worried about the harvest of the field

Truth Of Bengal : কৈলাস বিশ্বাস, বাঁকুড়া : ” দানা ” বাদছে দানা, আতঙ্কিত ধান চাষীরা , সময়ের আগেই মাঠের সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকার কৃষকরা, অত্যন্ত সতর্ক প্রশাসন।

“প্রকৃতির খেয়াল আর ভাঙ্গা দেওয়াল দুটি সম বিপদজনক” কোনটা কখন আছড়ে পড়বে তা কেউ জানে না। একইভাবে এই প্রকৃতির রোস যেন বারংবার আছড়ে পড়ছে বাংলার ওপর। প্রকৃতির রোস থেকে বাদ যাচ্ছে সোনামুখী ব্লকের কৃষকরাও। জমিতে ফসল লাগানোর পরেই বৃষ্টিতে নষ্ট হয়েছে শস্য , এরপর কিছুদিন আগেই বন্যায় প্লাবিত হয়েছে এলাকার কৃষি জমি , এবার আবার দানার আতঙ্ক।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দানা ঘূর্ণিঝড় ভয়ঙ্কর রূপ ধারণ করে স্থলভাগে আছড়ে পড়তে পারে। ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বাঁকুড়া জেলা জুড়েও। তাই আতঙ্কিত হয়ে সময়ের আগেই সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকার ধান চাষীরা তাদের সোনালী ফসল ঘরে তুলেতে ব্যস্ত। কৃষকরা জানাচ্ছেন, আরো কিছুদিন সময় পেলে হয়তো ধানের ফলন আরো ভালো হতো। কিন্তু দানা ঘূর্ণিঝড়ের আতঙ্কে সময়ের আগেই ধান ঘরে তুলতে হচ্ছে। কেননা সময় মত ধান ঘরে তুলতে না পারলে এই প্রাকৃতিক দুর্যোগে মাঠে ধাকা ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Related Articles