Cyclone Remal : দুর্যোগের রাস্তায় বাইরে আটকে পড়েছেন? জানুন কী কী করনীয়
Cyclone Remal : Stuck out on the road to disaster? Know what to do

The Truth Of Bengal : চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। একের পর এক নতুন আপডেট সামনে আসতেই চোখ কপালে উঠছে সবার। আকাশের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। ঘূর্ণিঝড়ের ফলে ইতিমধ্যেই কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ার পাশাপাশি হুগলিতেও লাল সতর্কতা জারি করা হয়েছে। রবিবার এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়ার দপ্তর। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
তাই জেলায় এখন রিমাল মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুতি। ইতিমধ্যে একের পর এক ট্রেন বাতিল হওয়া শুরু হয়ে গিয়েছে। রাস্তাঘাটে কমছে গাড়ির সংখ্যা। হুগলি জেলা শাসক দপ্তরে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে।যেখান থেকে জেলার পরিস্থিতির উপর নজর রাখবেন জেলা প্রশাসনের কর্তারা।পুরোসভা গুলোতেও খোলা হয়েছে কন্ট্রোল রুম।
একবার ভাবুন তো যদি রেমাল চলাকালীন আপনি রাস্তায় আটকে পড়েন তাহলে নিজেকে বাঁচাবেন কিভাবে? এই প্রশ্নটা হয়তো অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। রেমাল চলাকালীন যদি কোন কোনভাবে পথে আটকে পড়েন তাহলে এই কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন।
রেমাল থেকে বাঁচতে কোন কোন কাজ একেবারেই করবেন না জানুন…
১) ঝড় চলাকালীন কোনভাবেই বাড়ি ফেরার চেষ্টা করবেন না। কারণ যেকোনো সময় আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। তাই দ্রুত কোথাও নিরাপদ স্থানে আশ্রয় নিন।
২) রেমালের দাপটে যদি কোন ভাঙ্গা বাড়ির নিচে বাধ্য হয়ে আশ্রয় নিতে হয় তাহলে কোনভাবেই সেখানে এক মুহূর্ত সময় নষ্ট করবেন না। কারণ ঝরে অনেক সময় কার্নিশ ভেঙে একটা বড় অঘটন ঘটতে পারে। তাই তৎক্ষণাৎ ওই ভাঙ্গা বাড়িতে থেকে কোন ভালো পাকা বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করুন।
৩) প্রবল ঝড় বৃষ্টির সময় ফোন ব্যবহার না করাই ভালো। দরকার পড়লে পরীজনদের ফোন করে খবর দিয়ে তৎক্ষণাৎ ফোনটি বন্ধ করুন। যেকোনো আপৎকালীন পরিস্থিতির জন্য অবশ্যই ফোনে ফুল চার্জ দিয়ে বেরোনোর চেষ্টা করবেন।
৪) ফারিদাবাদ ঝড়ের সময় কোন খোলা জায়গায়, কোন কাচের জানালার কাছে, ছোট ঝুপড়ি বা ছোট প্লাস্টিক দিয়ে ঘেরা কোন দোকানে আশ্রয় নেবেন না।
৫) প্রবল ঝড় চলাকালীন রাস্তায় অধিকাংশ সময়ই গাছ উপড়ে পড়তে পারে। তাই কখনো বড় কোন গাছের আশেপাশে থাকবেন না।
৬) ফাঁকা মাঠে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলাকালীন যদি আটকে পড়েন তাহলে বজ্রবিদ্যুৎ থেকে বাঁচতে অতি শীঘ্রই মাটির ওপরে উভু হয়ে বসে মাথা নিচু করে রাখুন তাতে আপনার প্রাণ বাঁচবে।