
The Truth of Bengal: মিধিলির রেশ কাটতে না কাটতেই ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। ভারত, বাংলাদেশ এবং মায়ানমারের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম। বাংলায় আপাতত শীতের পথে বাধা ঘূর্ণিঝড় “মিগজাউম”। তাপমাত্রা বাড়ল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আগামী পাঁচ থেকে সাত দিনে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা নেই। বাড়বে রাতের তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা জেলায় জেলায়।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হবে অতি-গভীর নিম্নচাপ। প্রাথমিকভাবে এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। এরপর গভীর নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ডিসেম্বরের শুরুতে।দক্ষিণবঙ্গে আপাতত আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে।
শীতের আমেজ অনেকটাই কমে যাবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। বুধবার কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠবে।উত্তরবঙ্গে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী তিন থেকে চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।