রাজনীতিরাজ্যের খবর

রবিবাসরীয় প্রচারে সৃজন! সৌজন্যমূলক সাক্ষাৎ সারলেন তৃণমূলের পৌর প্রধানের সঙ্গে 

The Truth Of Bengal, বাবলু প্রামানিক, দক্ষিণ চব্বিশ পরগনা: রবিবার সকাল থেকে সোনারপুরের সুভাসগ্রাম এলাকায় দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী প্রচার সারেন সৃজন। কোদালিয়ায় নেতাজীর পৈতৃক ভিটায় সুভাষ চন্দ্র বসুর ছবিতে মাল্যদান করে রবিবাসরীয় প্রচার শুরু করলেন যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য।

এদিন তিনি প্রচারের ফাঁকে সৌজন্য সাক্ষাৎ করেন রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব কুমার দাসের সঙ্গে। এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “তার প্রচারের পথে প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের বাড়ি পড়লে সেখানেও প্রচার করবেন তিনি। তিনি বলেন যাদবপুরের সমস্ত ভোটারের কাছে যাচ্ছি। আমি রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধানের আশীর্বাদ চেয়েছি। বাকিটা এবার জনগনের ওপর।”

নেতাজীর মুর্তিতে মাল্যদান করে তিনি বলেন, “বাংলার এইসব আইকনরা RSS এর হাতে পড়ে বিপন্ন হচ্ছে। এদেরকে আবার তুলে ধরতে ও বাংলার সামগ্রিক যে ঐতিহ্য তা ফিরে আসুক এটাই চাই। এবং যাতে দাঙ্গাবাজরা বোঝে যে এ বাংলা তাদের জায়গা নয়।”

তবে এই সৌজন্য সাক্ষাৎ নিয়ে রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান ও তৃণমূল নেতা পল্লব কুমার দাসকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এটা কেবল রাজনৈতিক সৌজন্য।

 

Related Articles