রাজ্যের খবর

গৌরাঙ্গ সেতুতে ফাটল, পরিদর্শনে জেলাশাসক ও রোড প্রিন্সিপাল সেক্রেটারি

Crack in Gaurang Bridge, District Magistrate and Road Principal Secretary in inspection

Truth Of Bengal: নদিয়া, মাধব দেবনাথ: নদীয়ার নবদ্বীপের ফাটল ধরা গৌরাঙ্গ সেতু পরিদর্শনে জেলাশাসক এস অরুন প্রসাদ ও পিডব্লিউডি রোড প্রিন্সিপাল সেক্রেটারি অন্তরা আচার্য। প্রসঙ্গত, গতকাল নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে এক্সটেনশন প্লেট বসে যাওয়ায় ফাটল দেখা দেয়। তার পরই যান চলাচলে বিঘ্ন ঘটে। পরবর্তীতে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে ইঞ্জিনিয়ার দের সাথে কথা বলেন। এ বিষয়ে তাদেরকে অতি দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও বলেছেন।

এদিকে আজ সকাল হতেই নদীয়ার জেলাশাসক কে সঙ্গে নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হন পিডব্লিউডি রোড প্রিন্সিপাল সেক্রেটারি অন্তরা আচার্য। তিনি এবং জেলাশাসক ঘটনাস্থলে এসে ভাঙা ব্রিজ পরিদর্শন করলেন। এ বিষয়ে পিডব্লিউডি রোড প্রিন্সিপাল সেক্রেটারি অন্তরা আচার্য জানান, কলকাতা থেকে সকল ইঞ্জিনিয়ার রা এসেছেন, আমরা ব্রিজটি খতিয়ে দেখছি। যেহুতু অনেক পুরোনো ব্রিজ তাই কিছু সমস্যা দেখা দিয়েছে। তবে পি ডব্লিউ ডি যত তাড়াতাড়ি সম্ভব সকল পদক্ষেপ নিয়ে ব্রিজে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছে। তবে বর্তমানে ব্রিজে ভারী যান চলাচল এখন বন্ধ রাখা হবে বলেও জানান তিনি।

Related Articles