‘সিপিএম কালকেউটের জাত, ওঁদের বিশ্বাস করবেন না’, পার্থ ভৌমিকের মন্তব্যে তোলপাড়
'CPM Calcutta Jat, Don't Trust Them', Partha Bhowmik's Comments Uproar

Truth Of Bengal, Barsa Sahoo : ফের নিজ মহিমায় দেখা গেল সাংসদ পার্থ ভৌমিককে। তবে, এবার বিরোধী সিপিএমকে তিনি কটাক্ষ করেছেন। সিপিএমকে ‘কালকেউটে’-র জাত বলে আক্রমণ করেছেন তিনি। সুযোগ পেলেই মার্কসবাদী কমিউনিস্ট পার্টি তাঁর ‘জাত’ চিনিয়ে দেবে বলেও মন্তব্য করেছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক।
‘সিপিএম কালকেউটের জাত, ওঁদের বিশ্বাস করবেন না’, পার্থ ভৌমিকের মন্তব্যে তোলপাড় pic.twitter.com/MPE3Ac2D9g
— TOB DIGITAL (@DigitalTob) October 20, 2024
এদিকে, আরজি কর-কাণ্ডে যখন তোলপাড় দেশ, এমনকি মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে যখন বিভিন্ন মহলে চলছে সমালোচনার ঝড় ঠিক তখনই রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে দরাজ সার্টিফিকেট দিয়েছেন তারই দলের এই সাংসদ। এদিন পার্থ জানান, “ভারতবর্ষের কোনও মুখ্যমন্ত্রী তাঁর নিজের রাজ্যে ঘটে যাওয়া নির্যাতিতার সুবিচার চেয়ে পথে নেমেছেন ? কেউ দেখাতে পারবেন না। অথচ, মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করে অপরাধীর ফাঁসির দাবিতে সরব হয়েছেন। আমরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গলা ফাটিয়ে বলতে চাই, দোষীদের ফাঁসি হোক। নির্যাতিতার জন্য আজকে আমাদের যেমন চোখের জল পড়ছে, ঠিক তেমনই চোখের জল পড়েছিল যেদিন অনিতা দেওয়ানকে ধর্ষণ করে খুন করেছিল সিপিএমের গুন্ডারা। সেদিন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন, ‘এরকম ঘটনা তো ঘটেই থাকে।’ এরকম আরও কত ঘটনা ঘটেছিল বাম আমলে। সেই সময় কিন্তু অপরাধীরা শাস্তি পায়নি। সে সব কথা ভুলে গিয়েছে সিপিএম।”
বিরোধী সিপিএমকে নিশানা করার পাশাপাশি এদিন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। এই ইস্যুতে রীতিমতো জুনিয়র ডাক্তারদের আক্রমণ শানিয়েছেন তিনি।
অন্যদিকে, সিপিএমকে আক্রমণের ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূল সাংসদ পার্থ ভৌমিককে পাল্টা জবাব দিয়েছেন লাল শিবিরের জেলা নেতা আহমেদ আলি খান। এদিন তিনি বলেন, “এই ধরনের কথাবার্তা একসময় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে শোনা যেত। তিনি দলীয় নেতা, কর্মীদের নিদান দিয়ে বলতেন কেউটে সাপ সিপিএমের কেউ ঘরে ঢুকলে তাঁদের লাঠিপেটা করে মেরে ফেলবেন। সাংসদ পার্থ ভৌমিকও এখন একই কথা বলছেন। তৃণমূল দলে ভদ্রলোকের চেয়ে অভদ্র লোকের সংখ্যাই বেশি। তাই এঁদের নিয়ে যত কম কথা বলা যায়, ততই ভালো। তবে,এটুকু বলব আরজি কর-কাণ্ড থেকে রেহাই পাবেন না পার্থ বাবুরা ।”