রাজ্যের খবর

পেট্রোল পাম্পের কর্মীকে খুনের ঘটনায় আমৃত্যু কারাদণ্ডের রায় আদালতের

Court sentences petrol pump employee to life imprisonment for murder

Truth Of Bengal: নদিয়ার শান্তিপুরের কন্দখোলায় পেট্রোল পাম্প থেকে তেল ভোরে টাকা না দিয়ে পালানোর সময় পেট্রল পাম্পের এক কর্মীকে পিষে দেওয়ার ঘটনা ঘটে । এই ঘটনায়  গ্রেফতার ৩ জনকে আমৃত্যু কারা দণ্ডের নির্দেশ দিলো রানাঘাট ফাস্ট ট্রাক আদালত। সূত্রের খবর, গত ৯ সেপ্টেম্বর ২০২৪ সালে   গভীর রাতে রানাঘাট থেকে কৃষ্ণনগরগামী একটি মাছ বোঝাই বোলেরো মাক্স পিকআপ গাড়ি  শান্তিপুর থানার  কন্দখোলা পেট্রোল পাম্পে তেল নিতে ঢোকে।

অভিযোগ, তেল ভরার পর টাকা না দিয়েই পালানোর চেষ্টা করলে ওই গাড়িকে বাঁধা দেয় পাম্পের কর্মী বিশ্বজিৎ দাস। এরপর  পাম্পের ওই কর্মী গাড়িটি আটকাতে গেলে তাকে কার্যত চাপা দিয়ে পালিয়ে যায় ওই গাড়ি। সেই ঘটনার তদন্ত শুরু করে ঘটনার ৩ দিনের মধ্যেই ঘাতক গাড়ি  ও গাড়ি  চালক সহ  ৪ জনকে হাসনাবাদ থানার বসিরহাট থেকে  গ্রেফতার করে পুলিশ। তার মধ্যে একজন ছিল নাবালক। আর সেই মামলাতেই বৃহস্পতিবার ৩ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত।

শুক্রবার দোষী ৩ জনকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন রানাঘাট ফাস্ট ট্রাক কোর্টের বিচারক মনোদিপ দাশগুপ্ত। অভিযুক্তদের বিরুদ্ধে ১০৩ এ, ৩০৯, ৩১১ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। যার মধ্যে রয়েছে খুন, প্রমাণ লোপাট সহ একাধিক মামলা। এ বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী বিভাষ চ্যাটার্জি বলেন, মূলত এরা এতটাই নির্দয় ছিল সামান্য কিছু টাকার জন্য ইচ্ছাকৃতভাবেই পেট্রোল পাম্পের ওই কর্মীকে গাড়িতে পিষে চলে যায়। তাই মহামান্য আদালতের কাছে প্রার্থনা ছিল এরা বেরিয়ে আসলে সমাজ মাধ্যমে ভুল বার্তা যাবে। সেই কারণেই মহামান্য আদালত এই ঐতিহাসিক রায় দিয়েছে। আদালতের এই ঐতিহাসিক রায়ে খুশি ছেলে হারানো পিতা।

Related Articles