রাজ্যের খবর

তমলুক ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাংকে সমবায় সপ্তাহ উদযাপন

Cooperative Week celebrated at Tamluk Ghatal Central Cooperative Bank

Truth Of Bengal: ৭১তম নিখিল ভারত সমবায় সপ্তাহের সূচনা অনুষ্ঠান হল তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক এর তমলুকের প্রধান কার্যালয়ে। এবারের সমবায় সপ্তাহের মূল ভাবনা হল বিকশিত ভারত নির্মাণে সমবায়ের ভূমিকা।

পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ এবং অনুষ্ঠানে উপস্থিত প্রায় কয়েক হাজার অতিথিদের উদ্দেশ্যে স্বাগত ভাষণ দেন তমলুক ঘাটাল সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান গোপাল মাইতি।

অনুষ্ঠানে সমবায়ীদের উজ্জীবিত করে বক্তব্য রাখেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী।তিনি কৃষি তথা গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে সমবায়ের অপরিসীম ভূমিকা র কথা উল্লেখ করেন। এছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক অধ্যাপক সৌমেন মহাপাত্র।

সমাজ জীবনে সমবায়ের ভূমিকা পালনে এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে সমবায়ের মাধ্যমে মহিলাদের আরও বেশি করে অন্তর্ভুক্তি করা র আহ্বান জানান বিশিষ্ট সমবায়ী তথা হাউসফেড এর সভাপতি ও রাজ্য সমবায় ইউনিয়নের সহ-সভাপতি আশিস চক্রবর্তী। অনুষ্ঠানে ধন্যবাদজ্ঞাপন করেন ব্যাংকের সিইও হিরোজ মাইতি।

Related Articles