জাতীয় অঙ্গদান দিবস উপলক্ষ্যে সচেতনতামূলক মিছিলের আয়োজন করল কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল
Cooch Behar MJN Medical College and Hospital organized an awareness rally on the occasion of National Organ Donation Day

The Truth Of Bengal: আজ জাতীয় অঙ্গদান দিবস। সেই অঙ্গদান দিবসকে সামনে রেখে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগ নিল কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি কক্ষে জাতীয় অঙ্গদান দিবস নিয়ে সচেতনতা মূলক আলোচনা হয়। সেখানে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়ার ডাক্তার, শিক্ষানবিস ও নার্সদের মধ্যে জাতীয় অঙ্গদান দিবসের উপর প্রশ্ন-উত্তর প্রতিযোগিতা হয়। তারপর সচেতনতামূলক মিছিল বা শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন ওই মিছিল বা শোভাযাত্রায় পা মেলান কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সিং, মেডিকেল কলেজের পড়ুয়ারা।
কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, অঙ্গ দান নিয়ে মানুষ এখনও খুব বেশি সচেতন নয়। তাই ভারতীয় অঙ্গ দিবস কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পালন করা হচ্ছে। অঙ্গ দান করার প্রয়োজনীয়তা কি, কতটা অঙ্গ বা অর্গান বিভিন্ন সময়ে প্রয়োজন হতে পারে, তার তুলনায় কতটা অঙ্গ দান করছে, তাদের সাথে বিস্তর ফারাক হচ্ছে। বাংলায় বেশ কয়েকটা অর্গান সংরক্ষণ কেন্দ্র রয়েছে। আমাদের কলেজে সেটা নেই। ভবিষ্যতে আমাদের মেডিক্যালে তা করার চেষ্টা করছি। তাই মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পড়ুয়াদের নিয়ে আজকের আমাদের হাসপাতালের সেমিনার হলে একটি সচেতনা শিবির করা হয়।উল্লেখ্য, অঙ্গ প্রতিস্থাপন হল অস্ত্রোপচারের মাধ্যমে দাতার শরীর থেকে একটি সুস্থ অঙ্গ অপসারণ করা এবং এটি এমন একজন ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা যার অঙ্গ বিকল হয়ে গেছে অথবা কোনও রকম আঘাতের কারণে অঙ্গ অকার্যকর হয়েছে।
অঙ্গ প্রতিস্থাপন খুব গুরুত্বপূর্ণ। সফল প্রতিস্থাপন নির্ভর করে রক্তের ধরন, অঙ্গের আকার, রোগী কতক্ষণ ধরে অপেক্ষা করছে। তাঁর অবস্থা কতটা গুরুতর এবং দাতা এবং গ্রহীতার মধ্যে ভৌগোলিক দূরত্ব কতটা—এই বিষয়গুলির উপর। অঙ্গ প্রতিস্থাপনে বেঁচে যেতে পারে বহু প্রাণ। তাই অঙ্গদানের গুরুত্ব অপরিসীম। বিশ্ব অঙ্গদান দিবসের উদ্দেশ্য হল অঙ্গদান করতে মানুষকে উৎসাহিত করা এবং সেই সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া। তাই ভারত সরকার অঙ্গদানকে উৎসাহিত করতে এবং ট্রান্সপ্লান্টের প্রয়োজন এবং উপলব্ধ দাতাদের মধ্যে ব্যবধান পূরণ করতে “অঙ্গদান জন জাগ্রত অভিযান” (অঙ্গ দানের উপর গণসচেতনতা অভিযান) একটি বড় প্রচারণা শুরু করছে। তার পর থেকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন হাসপাতালে অঙ্গ দানের উপর গণসচেতনতার প্রচার শুরু করেছে।