
Truth Of Bengal: জেলবন্দি অবস্থায় আসামির মৃত্যু ঘিরে চাঞ্চল্য! পুলিস সূত্রের খবর, আত্মহত্যা করেছে ওই যুবক। ঘটনাটি নদীয়ার তেহট্ট সংশোধনাগারের।
জানা যায় তেহট্ট থানার অন্তর্গত দফাদার পাড়ার বাসিন্দা মেহের দফাদার, বয়স ৪৫ বছর। ২০১২ সালে পারিবারিক অশান্তির কারণে তার বিরুদ্ধে থানায় একটি মামলার রুজি হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে মেহের দফাদারের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয় আদালতের তরফে। ওয়ারেন্টের ভিত্তিতে এক সপ্তাহ আগে মেহের দফাদারকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকেই সে তেহট্ট সংশোধনাগারেই ছিল। বৃহস্পতিবার সকালে হঠাৎ মেহের দফাদারের পরিবারকে ফোন করে জানানো হয় যে তাদের ছেলের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথা জানানো হয়।
প্রশাসনের এই দাবী মানতে নারাজ মেহের দফাদারের পরিবার। তাদের দাবি, “মেহের দফাদারের শরীরে একাধিক আঘাতে চিহ্ন রয়েছে। সেই কারণে আমরা অনুমান করছি পুলিশ সংশোধনাগারের মধ্যেই তাকে পিটিয়ে হত্যা করেছে।” পাশাপাশি তারা দাবী জানাচ্ছে যতক্ষন না পর্যন্ত প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা আসবে ততক্ষণ মৃতদেহ সৎকার করা হবেনা।