রাজ্যের খবর

ময়লা ফেলার গাড়ি নিয়ে বিতর্ক, পরিবেশ রক্ষার কাজকে অগ্রাধিকার

Controversy over garbage trucks

The Truth of Bengal: নানা পরিষেবা দেওয়ার পাশাপাশি রাজ্যের গাইডলাইন মেনে পুরসভাগুলো জঞ্জাল ফেলার দিকে বেশি নজর দিচ্ছে।কলকাতা থেকে রায়গঞ্জ সর্বত্র সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।শহরের যততত্র যাতে জঞ্জাল ফেলা না হয় সেজন্য প্রশাসনের পাশাপাশি পুরসভাগুলো নাগরিক সচেতনতায় প্রচার বাড়িয়েছে। তার মাঝেই রায়গঞ্জে ময়লাফেলার গাড়ি ফেলে ফেলে নষ্ট করায় বিতর্ক তৈরি হয়েছে।

কেন খোলা আকাশের নীচে এভাবে এত ময়লা ফেলার রিক্সাভ্যান ফেলে রাখা হচ্ছে তা নিয়ে প্রশ্ন করছে বিরোধীরা। রায়গঞ্জ পূর্ব কলেজপাড়ায় পুর শিশু উদ্যান সংলগ্ন এলাকায় খোলা আকাশের নীচে পড়ে পড়ে নষ্ট হচ্ছে ময়লা ফেলার রিক্সাভ্যান। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। সরকারি সম্পত্তি এভাবে ফেলে নষ্ট করা যায় কি? প্রশ্ন তুলে সরব বিরোধী রাজনৈতিক দলগুলো।

বিজেপি এবং কংগ্রেস একযোগে আক্রমণ করেছে তৃণমূল পরিচালিত রায়গঞ্জ পুরসভাকে।পুরও নগরোন্নয়ন দফতরের নির্দেশ মেনেই কাজ করা হচ্ছে। আগামীদিনেও সরকারি নির্দেশ মেনেই পুরপ্রশাসন কাজ করতে চায় বলেও আশ্বস্ত করেছেন পুরপ্রশাসক। পরিবেশ রক্ষায় পুরসভা যে দায়িত্ব পালন করছে তার প্রতি বিরোধীরা সাহায্যের হাত বাড়িয়ে দিক,চাইছেন পুরপ্রশাসনের কর্তারা।রাজনীতি ছেড়ে শহরের স্বচ্ছতার অভিযান জোরদার করার কথাও দিচ্ছেন তাঁরা।

Related Articles