রাজ্যের খবর

ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে ধারাবাহিক উন্নয়ন, ১১৩টি পরিবার পেল আবাস যোজনার ঘর

Continuous development in Islampur Gram Panchayat, 113 families get Awas Yojana houses

Truth Of Bengal: সুব্রত বিশ্বাস, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত উন্নয়নের নজির গড়ে ১১৩টি পরিবারকে মুখভর্তি হাসি উপহার দিল। পঞ্চায়েতের উদ্যোগে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকাভুক্ত এই পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে নতুন ঘর। পাশাপাশি পঞ্চায়েত এলাকায় রাস্তা, ব্রিজ, কালভার্ট-সহ একাধিক পরিকাঠামো উন্নয়নের কাজও সমানভাবে এগিয়ে চলেছে।

উপভোক্তা চম্পা সাহা জানান, “আগে কাঁচা বেড়ার বাড়িতে ছিলাম, বৃষ্টি হলেই বাড়ি ভিজে যেত। এখন নতুন পাকা ঘর পেয়ে খুব খুশি। প্রথম কিস্তি হিসেবে ৬০ হাজার টাকা পেয়েছি, দ্বিতীয় কিস্তির অপেক্ষায় আছি। আমাদের কাছে কোনও কাটমানি চাওয়া হয়নি, যা খুবই প্রশংসনীয়। অন্য জায়গায় শুনি টাকা দিতে হয়, কিন্তু এখানে সৎ পথে ঘর পেয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পঞ্চায়েত প্রধানকে ধন্যবাদ জানাই।”

পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি অজিত পাল বলেন, “আমরা প্রথম কিস্তির টাকা দিয়েছি। দ্বিতীয় কিস্তির অর্থ ২৫ তারিখে উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। যাদের ঘর দিয়েছি, তারা প্রকৃতপক্ষে ঘর পাওয়ার উপযুক্ত। এই গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন অব্যাহত থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়।”

ইসলামপুর গ্রাম পঞ্চায়েত উন্নয়নের দিশায় এগিয়ে চলেছে। সাধারণ মানুষের স্বপ্নপূরণের পাশাপাশি, স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে কাজ করে মানুষের আস্থা অর্জন করেছে এই পঞ্চায়েত।

Related Articles