রাজ্যের খবর

পথ দুর্ঘটনায় মৃত্যু কর্তব্যরত কনস্টেবলের, আহত আরও ১

Constable on duty killed, 1 injured in road accident

The Truth Of Bengal : শিলিগুড়ি : বিশ্বজিৎ সরকার : শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ভাঙ্গাপুল এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু নকশালবাড়ি থানার কর্তব্যরত কনস্টেবল। আহত আরও এক কনস্টেবল। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ গোটা এলাকায়। মৃতের নাম রঞ্জিত বর্মন। সে নকশালবাড়ি থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন‌।

জানা গিয়েছে শুক্রবার গভীর রাতের দুই কনস্টেবল বাইক চালিয়ে জাবরা থেকে নকশালবাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় একটি চার চাকার গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এই দেখে স্থানীয়রা তড়িঘড়ি আহত দুই কনস্টেবলকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় বাগডোগরার বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে এক কনস্টেবলের মৃত্যু হয় অপরজনের চিকিৎসা চলছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মৃত কনস্টেবলের মৃতদেহ এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত হবে। অপরদিকে‌ ঘাতক চার চাকা গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।

Related Articles