রাজ্যের খবর

পূর্ণতা পেল আড়াই বছরের ভালোবাসা! হাসপাতালের ওয়ার্ডে বিয়ে সারলেন প্রেমিক-প্রেমিকা

Completed two and a half years of love! Lover-lover got married in the hospital ward

The Truth Of Bengal: আড়াই বছরের ভালবাসার পূর্ণতা পেল দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। এই বিয়েতে খুশি পাত্র-পাত্রীর পরিবার ও। তাদের ভালোবাসাকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সূত্রের খবর, দিল্লির বাসিন্দা অমিত মুখার্জি কর্মসূত্রে দুর্গাপুরে আসেন প্রায় আড়াই বছর আগে, তখনই তার এক বন্ধুর বান্ধবী সুচরিতা পাত্র সাথে দুর্গাপুরে সিটি সেন্টারে আলাপ হয়। আস্তে আস্তে পরিচয় বাড়ে দুইজনের। এরপরই ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয় একে অপরের। প্রায় আড়াই বছরের এই ভালোবাসা সম্পর্কে পর ২ রা মার্চ শনিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবার দিন ঠিক হয় তাদের। এরপরে হঠাৎই বিয়ের একদিন আগে ছেলের পরিবারকে জানানো হয় মেয়ে হেপাটাইটিসসের আক্রান্ত। গুরুতর অবস্থায় দুর্গাপুরে সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু প্রেমের সম্পর্ক এতটাই গভীর যে এই ব্যাধি তাদের বিবাহকে আটকাতে পারেনি।

অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষ সাথে কথা বলে ২ রা মার্চ শনিবারই সন্ধ্যায় হিন্দু শাস্ত্রমতে পুরোহিত নিয়ে এসে হাসপাতালে ওয়ার্ডে বিয়ে করলেন এই অমিত সুচরিতা৷ হাসপাতালের তরফেও যত ধরনের সহযোগিতার প্রয়োজন ছিল তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। হয়তো এই ভাবেই আজও জিতে যায় অনেক প্রেম, ভালোবাসা।

FREE ACCESS

Related Articles