রাজ্যের খবর
বিসর্জনের মাঝেই দুই ব্যক্তির মধ্যে সংঘর্ষ! চলল গুলি, তারপর..
Clash between two people in the midst of abandonment! Let's shoot, then..

Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনা : জাহেদ মিস্ত্রী ও প্ৰিয় মুখার্জী : ব্যক্তিগত শত্রুতাকে কেন্দ্র করে এই সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার তালপুকুরে। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, সোমবার এলাকায় প্রতিমার বিসর্জন ছিল। এরই মধ্যে দেবাশিস কয়াল ও হরেকৃষ্ণ প্রামানিকের মধ্যে ঝামেলা বাধে। ঘটনায় দেবাশিস আহত হয়। হঠাৎই হরেকৃষ্ণ বন্দুক নিয়ে এসে গুলি চালায় বলে অভিযোগ। মোট ২টি গুলি চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাজা কার্তুজের খোল পেয়েছে। দেবাশিস আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে খবর, এলাকায় গন্ডগোলের একটি খবর পাওয়া গেছে গুলি চলার কোন প্রমাণ মেলেনি, একটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে।