কলকাতারাজ্যের খবর

সিভিকদের দেওয়া হবে আইনের পাঠ, বিশেষ প্রশিক্ষণের নির্দেশ নবান্নের

Civics will be given law lessons, special training instructions from Nabanna

Truth Of Bengal : এবার শৃঙ্খলার পাঠ সিভিক ভলান্টিয়ারদের। এবার থেকে আইনের পাঠ দেওয়া হবে সিভিক ভলান্টিয়ারদের। আইন শৃঙ্খলার দায়িত্ব কিভাবে সামলাতে হয়? কর্তব্যরত থাকাকালীন কিভাবে শৃঙ্খলাপরায়ন হতে হয়? হুট করে মাথা গরম না করে আইনের পথে হেঁটে কিভাবে সমস্যার সমাধান করতে হয়? বিভিন্ন আইনের ধারায় কি কি বলা আছে? এই সমস্ত বিষয়ে পার্ট দেওয়া হবে সিভিক ভলান্টিয়ারদের।

এই সমস্ত বিষয়ে ৪৫ দিনের বিশেষ একটি প্রশিক্ষণ দেওয়া হবে সিভিক ভলান্টিয়ারদের। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ প্রশিক্ষণটি চলবে ৪৫ দিন। জানুয়ারি মাস থেকেই এই বিশেষ প্রশিক্ষণ শুরুর পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে এই নির্দেশ দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর।

Related Articles