রাজ্যের খবর

KIFF-এর উদ্বোধনে চাঁদের হাট! ‘সিনেমার কোনও সীমানা নেই’, বললেন মমতা

Cinema has no boundaries', says Mamata at KIFF inauguration

Truth Of Bengal: চলচ্চিত্র জগতে বাংলা বরাবরই অনন্য ধারা বজায় রাখে। ইতিহাসের এই শহরে মহাসমারোহে শুরু হল ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের চলচ্চিত্র উত্সবের থিম কান্ট্রি ফ্রান্স। ১৭৫টিরও বেশি দেশি-বিদেশী চলচ্চিত্র এবারের এই মহোৎসবে দেখানো হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে শোনা গেল, আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের থিম সং। মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানালেন রুক্মিণী মৈত্র। তারকা সমাবেশে চলচ্চিত্র উৎসবে হালকা মেজাজেও ধরা দেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’। ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের সূচনায়  মুখ্যমন্ত্রী জানান, এবার পর্যাপ্ত পরিমাণ বাংলা সিনেমা দেখানো হচ্ছে। বিশ্ব সংস্কৃতি মিশেছে বাংলার আঙিনায়।

উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করেন মাধবী মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, সব্যসাচী চক্রবর্তী, চিরঞ্জিৎ চক্রবর্তী, দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়, দুলাল লাহিড়ী, শতাব্দী রায়, পাওলি দাম, দেবলীনা কুমার, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সৌমিতৃষা কুণ্ডু-সহ আরও অনেকে। সাংসদ-অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে সংবর্ধনা  জানানো হয়। রঞ্জিত্ মল্লিক,দীপঙ্কর দে-র মতোই সাবিত্রী চট্টোপাধ্যায়কেও সংবর্ধনা জানানো হয়।প্রশাসনিক প্রধান স্পষ্ট করেন, ‘সিনেমার কোনও সীমানা নেই। বিশ্বসিনেমা সব দেশকেই একসুরে বেঁধে রেখেছে’।

Related Articles