রাজ্যের খবর

দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়ের জন্য জয় চাইছেন চপ বিক্রেতা উমাদেবী

Chop seller Umadevi wants victory for Didi number one Rachna Banerjee

The Truth of Bengal: দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়ের জন্যই হয়েছিল তাঁর পরিচিতি। জীবন সংগ্রামের কঠিন লড়াইয়ের গল্প তিনি শুনিয়ে এসেছিলেন দিদি নাম্বার ওয়ান এর সেটে। তারপর থেকেই এলাকার মানুষের কাছে তাঁর ব্যবসাস্থল পরিচিত হয় দিদি নাম্বার ওয়ান চপের দোকান হিসেবে। তারপর থেকে বেড়েছে বিক্রি। রচনা বন্দ্যোপাধ্যাইয়ের জয় চেয়ে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করছেন দিদি নাম্বার ওয়ান চপ বিক্রেতা উমা রায়। চপ বিক্রি করে এলাকায় এখন তাঁর ব্যাপক পরিচিতি। তবে তাঁর সেই পরিচিতির পেছনে আছেন দিদি নাম্বার ওয়ান। দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তিনি আজ এই জায়গায় এসেছেন।

জীবন সংগ্রামের কঠিন লড়াইয়ের গল্প তিনি শুনিয়ে এসেছিলেন দিদি নাম্বার ওয়ান এর সেটে। তারপর থেকেই এলাকার মানুষের কাছে তাঁর ব্যবসাস্থল পরিচিত হয় দিদি নাম্বার ওয়ান চপের দোকান হিসেবে। তারপর থেকে বেড়েছে বিক্রি। রচনা বন্দ্যোপাধ্যায়ের জয় চেয়ে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করছেন দিদি নাম্বার ওয়ান চপ বিক্রেতা উমা রায়।  রচনার হয়ে প্রচারে নামার ইচ্ছা আছে তাঁর।শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ মন্দিরের প্রবেশের রাস্তাতেই রয়েছে উমা রায়ের চপের দোকান। তাঁর চপের দোকানে গেলেই দেখা যাবে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছবি টাঙানো আছে। তাঁর দোকানে চপ খেতে এসেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

শুধু রচনা নয় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও খেয়ে গিয়েছেন উমার হাতের বানানোর চপ। সেই রচনা বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূলের টিকিটে লড়ছেন হুগলি কেন্দ্রে। উমাদেবী চাইছেন এখানে যেন রচনা জিতে যান। জগন্নাথদেবের কাছে তাঁর প্রার্থনা হুগলি থেকে যেন দিদি নাম্বার ওয়ান হতে পারেন রচনা। লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম জানতে পারেন উমাদেবী। তখন থেকেই জগন্নাথ দেবের কাছে রচনার জয়ের জন্য প্রার্থনা করছেন তিনি। তিনি চান, প্রচারে কোনও একদিন তিনি সঙ্গী হবেন রচনা বন্দ্যোপাধ্যায়ের। দিদি নাম্বার ওয়ানের হয়ে তিনি ভোট চাইবেন মানুষের কাছে।

Related Articles