রাখি বন্ধনের মধ্য দিয়ে বাংলার সম্মান রক্ষার বার্তা মুখ্যমন্ত্রীর
Chief Minister's message to protect the honor of Bengal through Rakhi Bandhan

Truth Of Bengal : আর.জি.কর হাসপাতালের ঘৃণ্যতম ঘটনায় সিপিএম-বিজেপির নোংরা রাজনীতিকে রুখে, রাখিবন্ধনের দিন বাংলার মা-বোনেদের সম্মান রক্ষার শপথ নেবে রাজ্যের আপামর জনগণ। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ” আগামী ১৯ তারিখ রাখি বন্ধন। ভাই বোনেরা শপথ নেবে। রাখি বন্ধনের মধ্যে দিয়ে বাংলার সম্মান রক্ষা করব। বাংলার নামে কোনো বদনাম করতে দেব না। বাংলাকে অসম্মান করতেও দেব না। অপরদিকে ভাই- বোনেরা রাখি বন্ধন করে বলবেন, একটা বোনের গায়ে কেউ হাত দিলে আমার শত সহস্র ভাইয়েরা আছে তারা এগিয়ে আসবে। আমার ভাইয়ের গায়ে কেউ হাত দিলে, আমার ভাইয়েরা এগিয়ে আসবে।”
আর.জি.কর হাসপাতালের ঘৃণ্যতম ঘটনায় সিপিএম-বিজেপির নোংরা রাজনীতিকে রুখে, রাখিবন্ধনের দিন বাংলার মা-বোনেদের সম্মান রক্ষার শপথ নেবে রাজ্যের আপামর জনগণ।#WeWantJustice#MamataBanerjee #WestBengal pic.twitter.com/HErMOyaKzI
— Banglar Gorbo Mamata (@BanglarGorboMB) August 18, 2024
প্রসঙ্গত, এই ঘটনায় সিপিএম ও বিজেপি যুক্ত বলে অভিযোগ তুলে পার্থ বলেন, “গরিব মানুষের চিকিৎসার জায়গা ভাঙচুর, ডাক্তারদের হেনস্থা করা, যারা এই বর্বরচিত কাজ করেছে সেই সিপিএম, বিজেপিকে আমি ধিক্কার জানাই। নেতৃত্বে যারা আছে তারা সকলেই পরিচিত সিপিএম, বিজেপির মুখ। মৃত্যুর প্রতি এদের কোনও সহমর্মিতা নেই। মৃত্যুকে রাজনৈতিক ভাবে ব্যবহার করার চেষ্টা করছে।”