দার্জিলিংয়ে প্রাতঃভ্রমনে মুখ্যমন্ত্রী, নামকরণ করেন দুই স্নো লেপার্ডের
Chief Minister on morning walk in Darjeeling, names two snow leopards

Truth Of Bengal: পাহাড় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি জিটিএ-র বৈঠকে যোগ দেন। উন্নয়নমূলক একগুচ্ছ পরিকল্পনা রূপায়ণ করার নির্দেশ দেন। বুধবার দার্জিলিংয়ে সপ্তম সরস মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার আগে সকালে পাহাড়ে প্রাতর্ভ্রমণে বের হোন মুখ্যমন্ত্রী। পাহাড়ের মানুষের সঙ্গে মিশে যান তিনি। সাধারণ মানুষের সঙ্গে নানা বিষয়ে খোলামেলা আলাপচারিতায় মেতে ওঠেন।
দার্জিলিংয়ে প্রাতঃভ্রমনে মুখ্যমন্ত্রী, নামকরণ করেন দুই স্নো লেপার্ডের pic.twitter.com/tueYxOXRYA
— TOB DIGITAL (@DigitalTob) November 13, 2024
জনতার মাঝে হাল্কা মেজাজে অন্য মমতাকে দেখা যায়। ম্যালের দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় থমকে যান মুখ্যমন্ত্রী। দার্জিলিঙের পদ্মজা নায়ডু জুলজিক্যাল পার্কের সামনে দাঁড়ান তিনি। চিড়িয়াখানার নতুন দুই অতিথিকে দেখে ভীষণ খুশি হন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুই স্নো লেপার্ড শাবকের নামকরণও করেন তিনি। একটির নাম দেন ‘ডার্লিং’, অন্যটির নাম রাখেন ‘চার্মিং’। চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে এই নাম ঘোষণার সঙ্গে সঙ্গে চারটি রেড পান্ডারও নামকরণ করেন তিনি। কিছু ক্ষণ সেখানে ঘুরে সোজা ম্যালের দিকে হাঁটা যান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর রাখা দুই স্নো লেপার্ডের নতুন নাম শুনে খুশি পার্কের কর্মীরা।
পাহাড়ের শান্তি-স্নিগ্ধ পরিবেশে মুখ্যমন্ত্রীর এই সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা আলাদা নজর কাড়ে। পথের দুধারে মানুষ দাঁড়িয়ে যান, তাঁর চেনা ছন্দে মিশে যাওয়ার ক্ষমতা দেখে। কারণ বরাবরই মুখ্যমন্ত্রী নিরাপত্তার ঘেরাটোপকে তোয়াক্কা না করে সাধারণ মানুষের মাঝে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কথা বলেন। বুঝে দেন তাঁদের রোজকার সমস্যা। জীবন-জীবিকার স্নায়ুর স্পন্দন বোঝার এই অন্য ধারার জনসংযোগ আর পাঁচটা মুখ্যমন্ত্রীর থেকে তাঁকে আলাদা করে রেখেছে।
মঙ্গলবারও মুখ্যমন্ত্রী পাহাড়ে প্রাতর্ভ্রমণে বের হোন। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে দার্জিলিংয়ের মানুষ বেশ খুশি হন। কচিকাঁচাদের রাস্তায় দেখে কাছে টেনে নেন মুখ্যমন্ত্রী। রাস্তার পড়ুয়াদের হাতে তুলে দেন চকোলেট। বলা যায় এভাবেই প্রশাসনিক কর্মব্যস্ততার মাঝে পাহাড়বাসীর মন জয় করে নিতে অভ্যস্ত মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খোলামেলা কথা বলার সুযোগ পেয়ে পাহাড়ের মানুষ যারপরনাই খুশি। দার্জিলিংয়ের মানুষের জন্য আরও কাজ করার জন্য প্রশাসনও জিটিএ-র সদস্যদের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন শান্তির পাহাড়ে মমতার এই নিজস্ব ভঙ্গিতে জনতার মন জয়ের এই প্রয়াস সত্যিই আলাদা নজর কাড়ছে সবমহলের কাছে।