লোকসভা আগে ফোকাস জঙ্গলমহল, তিন দিনের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী
Chief Minister on a three-day visit to Jangalmahal

The Truth Of Bengal : মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থগিত রেখেছিলেন তার জেলা সফর। তবে এবার সোমবার থেকে নিজের জেলা সফর ফের শুরু করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ১০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলার নাসে পুরুলিয়ায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমগ্র জঙ্গলমহল জুড়ে একের পর এক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সোমবার দুর্গাপুর থেকে মঙ্গলবার হেলিকপ্টারে পুরুলিয়া পৌঁছবেন তিনি। সেখানে প্রায় এক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।
লোকসভা নির্বাচনের প্রাক্কালে প্রত্যেক দল নিজেদের প্রচারের কাজ শুরু করে দিয়েছে। তেমনি এর রাজ্যের শাসক দল দফায় দফায় জেলা সফর করছে। একগুচ্ছ উন্নয়নের বার্তা নিয়ে দ্বিতীয় বার জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অন্ডাল বিমানবন্দরে তিনি শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে কথা বলেন। তারপর সেখান থেকে সোজা চলে যান দুর্গাপুর। সেখানে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বদের সঙ্গে এক দফা বৈঠক করেন। ফের মঙ্গলবার পুরুলিয়ায় পৌঁছবেন তিনি। সেখানের সভা সেরে বিকেলেই বাঁকুড়া পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাত্রি যাপন সেখানেই করবেন মুখ্যমন্ত্রী।
পরের দিন অর্থাৎ আটাশে ফেব্রুয়ারি বুধবার বাঁকুড়ার খাতরায় সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই জেলাতে ১০০০ কোটি টাকার বেশি টাকার প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। পরের দিন অর্থাৎ ২৯ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে সরকারি প্রশাসনিক সভা করতে চলেছেন তিনি। শুধুমাত্র ঝারগ্রাম জেলার জন্য প্রায় পঞ্চাশ কোটি টাকার বেশি প্রকল্পের উদ্বোধন এবং শিলার নাশ করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এছাড়াও এই দ্বিতীয় দফার সফরে সাঁওতালি মধ্যম স্কুলগুলিতে কি ভাষায় প্যারা টিচার নিয়োগের জন্য বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
FREE ACCESS