বুধে বাঁকুড়ার খাতড়ায় প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Chief Minister Mamata Banerjee's administrative meeting in Bankura on Wednesday

The Truth Of Bengal : মঙ্গলবার পুরুলিয়ার পর বুধবার বাঁকুড়ার খাতরায় প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অন্যান্য জেলা সফরের মতোই এদিনের সভা থেকেও কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনে জঙ্গলমহল রাজ্যের শাসকদলের কাছে গুরুত্বপূর্ণ একটি জায়গা। ফলে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই সম্পূর্ণ জেলা সফর গুলি বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে এই তিন জেলায় আমি তিন জেলায় দারুণ সাফল্য পেয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে বছর ঘুরতেই ২০১৯ সালে আশানুরূপ ফল হয়নি লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের। যদিও লোকসভা নির্বাচনের পরে দুটি বছর মিলিয়ে সংগঠন মজবুত করার দিকে জোর দিয়েছে জোড়া ফুলশিবির। যদিও একেবারে জঙ্গলমহলের বিভিন্ন জেলা থেকে বিধানসভায় একাধিক আসন জয় করেছে শাসক দল।
প্রসঙ্গত গত মঙ্গলবার পুরুলিয়ায় সভা করতে গিয়ে বুথ স্তর পর্যন্ত নেতাদের পৌঁছে যাওয়ার নিদান দিয়েছেন দলনেত্রী। দলকে করা নজর রাখার নির্দেশ দিয়েছেন পুরুলিয়া ও বাঁকুড়া জেলার উপর। দল মনে করছে এই জেলায় ব্যাপক পরিমাণ কাজ হলেও ভোটের ফল আশানুরূপ নয়। ফলত দলনেত্রীর নির্দেশ মতো বাড়তি নজরদারি দিতে বলা হয়েছে জেলার শীর্ষ নেতৃত্বদের।
FREE ACCESS