রাজ্যের খবর

উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে আজ রিভিউ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Chief Minister Mamata Banerjee holds review meeting on North Bengal districts today

Truth Of Bengal:  উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে আজ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যায় প্রশাসনিক রিভিউ বৈঠকে বসছেন। দুপুর ১টা থেকে এই বৈঠক শুরু হবে। উত্তরবঙ্গের আটটি জেলা — কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ — এই বৈঠকে অংশ নেবে।

মুখ্যমন্ত্রী বিভিন্ন দফতরের কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত রিপোর্ট নেবেন। উত্তরবঙ্গের জন্য ইতিমধ্যেই হাজার হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয়েছে। সেই প্রকল্পগুলির কতটা কাজ হয়েছে এবং কতটা কার্যকর হয়েছে, তা খতিয়ে দেখবেন তিনি।

আসন্ন বর্ষার আগেই প্রাক বর্ষা প্রস্তুতির বিষয়েও আলোচনা হবে এই বৈঠকে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই কারণে তৎপর প্রশাসন।

আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে প্রশাসনিক কাজের গতি বাড়াতে চান মুখ্যমন্ত্রী। আজকের বৈঠকে কী নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সে দিকে নজর রয়েছে সকলের। বৈঠক শেষে বিকেলের বিমানে কলকাতা ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

Related Articles