রাজ্যের খবর
Trending
রাজভবনে মহিলাকে ‘হেনস্থা’, ‘মেয়েটি কাঁদছে’, লজ্জাজনক ঘটনার পরেও কেন নীরব মোদি? প্রশ্ন মমতার
Chief Minister Mamata Banerjee attacked the Prime Minister for questioning the harassment of a woman worker at Raj Bhavan.

The Truth Of Bengal : রাজ্যে এসে বারবার সন্দেশখালির প্রসঙ্গ তুলে সরব হচ্ছেন মোদি। কিন্তু একটিবারও বলছেন না রাজভবনে এক মহিলা কর্মীর হেনস্থার কথা। এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চড়া সুরে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার প্রচারসভা থেকে মমতার তোপ,লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে ,রাজভবনে এক মহিলা কর্মী কাঁদছেন।কান্নায় ভেঙে পড়ছেন,বলছেন আর রাজভবনে কাজ করতে আসবেন না।একথা শুনে আমার বুক ফেটে যাচ্ছে।
মহিলা কর্মীর সম্মান রক্ষা নিয়ে কেন প্রধানমন্ত্রী একটি কথাও বলছেন না। রাজ্যপালের বিরুদ্ধে এর আগে একাধিকবার এই ধরণের অভিযোগ ওঠে।তখন সাংবিধানিক সৌজন্যের স্বার্থে তিনি কোনও কথা বলেননি বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।