মন্দিরনগরীতে কবি-স্মৃতিতে শুরু চারণ কবি বৈদ্যনাথ মেলা
Charan Kavi Baidyanath Mela begins

The Truth Of Bengal : বিষ্ণুপুর পোড়া মাটির হাটে মন্দিরের কোলে শুরু হলো চারণ কবি বৈদ্যনাথ মেলা। চলবে দুদিন ধরে। একাধিক অনুষ্ঠান থাকবে মেলার দু’দিন। কবির স্মৃতি বাঁচিয়ে রেখেছে বর্তমান প্রজন্ম। এবছর মেলা দু’দিনে পড়ল। মেলাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে বিষ্ণুপুরবাসী। মেলার সূচনা করেন বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা। উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক, বাঁকুড়া ইউনিভার্সিটি অধ্যক্ষ রামানন্দ কলেজের প্রিন্সিপালসহ বিশিষ্ট ব্যক্তিরা।
মন্দিরনগরী বিষ্ণুপুর। সংস্কৃতির শহর সেই বিষ্ণুপুরে শুরু হলো চারণ কবি বৈদ্যনাথ মেলা। চলবে দুদিন ধরে। একাধিক অনুষ্ঠান থাকবে মেলার দু’দিন। কবির স্মৃতি বাঁচিয়ে রেখেছে বর্তমান প্রজন্ম। এবছর মেলা দু’দিনে পড়ল। মেলাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে বিষ্ণুপুরবাসী। মেলার সূচনা করেন বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা। উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক, বাঁকুড়া ইউনিভার্সিটি অধ্যক্ষ রামানন্দ কলেজের প্রিন্সিপালসহ বিশিষ্ট ব্যক্তিরা। কবির স্মৃতিচারণায় গত বছর থেকে মন্দির নগরী শহরের পোড়ামাটির হাটে মন্দিরের কোলে শুরু হয়েছে চারণ কবি বৈদ্যনাথ মেলা।
বিষ্ণুপুরের বীর সন্তান চারণ কবি বৈদ্যনাথ ১৯৩২ সালে জন্মগ্রহণ করেছিলেন। ছোট থেকেই তার ধ্যান ধারণা ছিল কবিতার ওপর। তিনি একের পর এক কবিতা লিখে গিয়েছেন। সেই কবি আজ আমাদের মধ্যে না থাকলেও তাঁর স্মৃতি বাঁচিয়ে রেখেছে বর্তমান প্রজন্ম। কবির স্মৃতিচারণায় গত বছর থেকে মন্দির নগরী শহরের পোড়ামাটির হাটে মন্দিরের কোলে শুরু হয়েছে চারণ কবি বৈদ্যনাথ মেলা। এবার দ্বিতীয় মেলা ঘিরে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। দু’দিন ধরে মেলায় থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কবিতার আসর। যোগ দেবেন একাধিক কবি। মেলা শুরুর দিন প্রভাত ফেরি পরিক্রমা করে মন্দিরনগরীকে। শুধু মন্দিরংরী হিসেবে নয়, সংস্কৃতির শহর হিসেবেও পরিচিত বিষ্ণুপুর। এই শহর অনেক কৃতী সন্তান উপহার দিয়েছে। তাদেরই একজন হলেন চারণ কবি বৈদ্যনাথ। কবির স্মৃতি বাঁচিয়ে রাখার জন্য মন্দিরনগরী বিষ্ণুপুরে চলছে বৈদ্যনাথ মেলা।
FREE ACCESS