জলের অপচয় রোধে তৎপর চাঁপদানী পৌরসভা
Chapdani Municipality proactively prevents water wastage

Truth Of Bengal: বছরের শুরুতে একগুচ্ছ সামাজিক পরিষেবা নিয়ে মানুষের কাছে পৌঁছতে চলেছে চাঁপদানী পৌরসভা। এলাকাবাসীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন বছরে প্রতি ঘরে ঘরে জলের পরিষেবা সুষ্ঠভাবে পৌঁছে দিতে তৎপর হয়ে উঠেছে পৌরসভা।
শুধু জলই নয়, গৃহহীনদের ঘরে ফেরাতে সেল্টার ফর হোমলেস পরিষেবা নিয়েও হাজির হতে চলেছে পৌর কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে, চাঁপদানী পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র জানান, ঘরে ঘরে যেমন জল পৌঁছবে তেমনি, জল অপচয় রোধে সাধারণ মানুষকে আবারও সচেতন করা হবে। নাহলে আগামী দিনে জলসংকটের সম্মুখীন হবেন সকলে।
পাশাপাশি সেল্টার ফর হোমলেস পরিষেবা প্রসঙ্গে তিনি বলেন বহু ক্ষেত্রে দেখা যায় বৃদ্ধ-বৃদ্ধারা ঘরছাড়া। কখনো সন্তানরা তাদের বাড়ি থেকে বের করে দেন আবার কখনো স্বজনহারা গৃহহীন একাকী বহু বৃদ্ধ-বৃদ্ধা ঘুরে বেড়ান পথে ঘাটে। তাদেরকেই রাখা হবে এই শেল্টারে। খাদ্যের পাশাপাশি দেওয়া হবে চিকিৎসা পরিষেবাও।
২০২৫ অর্থাৎ নতুন বছরে জনকল্যাণমূলক এই সকল কর্মসূচি নিয়েই হাজির হবে চাঁপদানী পৌরসভা এমনই জানান পৌরপ্রধান।