রাজভবনে ঢুকতে পারবেন না চন্দ্রিমা, পুলিশেও নিষেধাজ্ঞা, বিবৃতি জারি রাজভবনের
Chandrima will not be able to enter the Raj Bhavan, police also banned, Raj Bhavan issued a statement

The Truth Of Bengal : রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজভবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি। বৃহস্পতিবার রাতে রাজভবনের তরফে এমনই বিবৃতি জারি করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে ভোট চলাকালীন রাজভবন চত্বরে পুলিশও প্রবেশ করতে পারবে না। এখনও থেকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকলে সেখানে রাজ্যপাল যাবেন না বলেও জানিয়ে দিয়েছে রাজভবন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন এক মহিলা। তিনি রাজভবনের অস্থায়ী কর্মী। রাজ্যপালের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সরব হয়েছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সংবাদমাধ্যমে একটি বিবৃতি দিয়েছিলেন তিনি। রাজ্যপালের কড়া সমালোচনা করতে দেখা যায় মন্ত্রীকে।
চন্দ্রিমার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজভবন কড়া পদক্ষেপ করেছে। রাজভবনের তরফে বলা হয়েছে, ‘রাজ্যপালের সম্মানহানি এবং তাঁর বিরুদ্ধে অসাংবিধানিক বিবৃতি দেওয়ার জন্য চন্দ্রিমা ভট্টাচার্যকে নিষিদ্ধ করা হচ্ছে। কলকাতা, দার্জিলিং এবং ব্যারাকপুরের রাজভবনে তিনি ঢুকতে পারবেন না।’
শুধু রাজভবন নয়, এখন থেকে চন্দ্রিমা ভট্টাচার্য কোনও অনুষ্ঠানে থাকলে সেখানেও যাবেন না রাজ্যপাল। বিবৃতিতে বলা হয়েছে ‘চন্দ্রিমার বিরুদ্ধে আইন অনুযায়ী কী পদক্ষেপ করা যায়, তা জানতে দেশের অ্যাটর্নি জেনারেলের কাছে পরামর্শও চেয়েছেন রাজ্যপাল।’ এদিকে, রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদে তৃণমূলের মহিলা মোর্চা শুক্রবার বিকেলে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিল করবে।