ফের সাফল্য চন্দননগর পুলিশ কমিশনারেটের, ডানকুনিতে উদ্ধার আট কুইন্টাল গাঁজা
Chandannagar Police Commissionerate achieves another success, eight quintals of marijuana recovered in Dankuni

Truth Of Bengal: রাকেশ চক্রবর্তী, হুগলি: হুগলির ডানকুনিতে ৮০৬ কেজি গাঁজা উদ্ধার করল ডানকুনি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, ডানকুনি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের হাঁসপুকুর মোর এলাকার বেনারস রোডের ধারে অবস্থিত একটি গোডাউনে হানা দেয় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয়েছে ৮০৬ কেজি গাঁজা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোডাউন ভাড়া নিয়ে এই কারবার চলছিল। গোডাউন ভাড়া নেওয়া ব্যক্তির বাড়ি কলকাতার খিদিরপুর এলাকায়। পাশাপাশি গোডাউনের মালিকেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, রাতের অন্ধকারে ওই গোডাউনে গাড়ি ঢুকতো।
শুক্রবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায়, ওই গোডাউনে গাঁজা মজুত করা হয়েছে। সেই খবর পেয়ে শনিবার তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্নব বিশ্বাস জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে ওই গোডাউনে রেড করা হয়। গোডাউন খুলে ৮০৬ কেজি গাঁজা উদ্ধার হয়। মজুতকারীদের খোঁজ চলছে।